বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের (Pakistan) কাছে লজ্জাজনক পরাজয় স্বীকার করতে হয়েছে ভারতকে (India)। এবার ৩১ অক্টোবর ভারতের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে হতে চলেছে। আর এই ম্যাচে ভারতকে যেভাবেই হোক জিততেই হবে। আর এই ম্যাচে নিউজিল্যান্ডের এক ঘাতক বোলার ভারতীয় ব্যাটসম্যানদের চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে।
ভারতীয় ব্যাটসম্যানরা সবময়ই লেফট আর্ম পেসার-র বিরুদ্ধে খেলতে গিয়ে বিপাকে পড়েন। ট্রেন্ট বোল্ট (Trent Boult) সীমিত ওভারের খেলায় বিশ্বের সবথেকে বিপদজনক বোলারের মধ্যে একজন। বোল্ট নিউজিল্যান্ডের জন্য সবসময়ই তুরুপের তাস প্রমাণিত হয়েছে। যখনই কেন উইলিয়ামসনের উইকেটের দরকার থাকে, তখনই বোল্ট নিজের মহিমায় চলে আসেন। বোল্ট নিজের ইনসুইংয়ে বড়বড় ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে পাঠিয়েছেন। তাঁর ইউর্কার সর্বদাই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
ট্রেন্ট বোল্ট আইপিএলে মুম্বাইয়ের তরফ থেকে খেলেছিলেন। আইপিএলের দ্বিতীয় ভাগ UAE-তে খেলা হয়েছে, যেখানে বোল্ট ১৩ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন। বোল্ট প্রথমের দিকে উইকেট নিতে আর রান কমাতে দক্ষতা হাসিল করেছে। একজন অভিজ্ঞ বোলারের তালিকায় হামেশাই বোল্টের নাম উঠে আসে। আর এই কারণে আগামী ম্যাচে বিরাট, রোহিতদের (Rohit Sharma) বোল্টকে নিয়ে সাবধান থাকতে হবে।
পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মাকে প্রথম ওভারে আর কেএল রাহুলকে দ্বিতীয় ওভারে আউট করা শাহিন আফ্রিদিকে (Shaheen Afridi) এখনও ভুলতে পারেনি ভারত। আর এরপর বোল্টের সম্মুখীন হওয়ার আগে ভারতীয় ওপেনারদের একটু সাবধানেই থাকতে হবে। যদি ভারতকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে জিততে হয়, তাহলে বোল্টের ঘাতক বল থেকে বাঁচতে হবে।