ফিরল শ্রদ্ধাকাণ্ডের ছায়া! প্রেমিকাকে খুন করে প্রেসার কুকারে সেদ্ধ করলেন প্রৌঢ় প্রেমিক, অবশেষে গ্রেফতার

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘদিনের লিভ ইন পার্টনারের সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেললেন এক প্রৌঢ়। কেবলমাত্র হত্যা নয়। প্রমাণ লোপাটের জন্য পৈশাচিক কাণ্ড ঘটালেন অভিযুক্ত। যদিও প্রতিবেশীদের তৎপরতায় পচা গলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ (Mumbai Police)। তদন্তে নেমে ৫৬ বছর বয়সী অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই ব্যক্তির নাম মনোজ সাহানি (৫৬)। দীর্ঘদিন ধরেই তিনি তার প্রেমিকা সরস্বতী বৈদ্যর (৩৬) সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন। মুম্বাইয়ের মীরা রোডের গীতা নগর ফেস ৭ এর একটি ফ্ল্যাটে থাকছিলেন এই জুটি। বিগত বেশ কয়েকদিন ধরেই তাদের মধ্যে চলছিল অশান্তি। মেজাজ হারিয়ে প্রেমিকাকে খুন করেন মনোজ।

তবে এখানেই কিন্তু শান্ত হয়ে যায়নি তিনি। প্রমাণ লোপাটের জন্য নিয়ে ফেলেন আরও বড় সিদ্ধান্ত। গাছ কাটার করাতে টুকরো টুকরো করে দেন প্রেমিকার দেহ এরপর সেই দেহাংশ প্রেসার কুকারে তিনি সেদ্ধ করেন বলে অভিযোগ। যদিও খুব বেশিদিন বাঁচতে পারলে না অভিযুক্ত। অবশেষে ধরা পড়লেন পুলিশের জালে।

এলাকাবাসীর নাকে দুর্গন্ধ আসতেই খবর চলে গেল পুলিশের কাছে। এরপরেই ফ্ল্যাট থেকে সরস্বতীর পচা কলা দেহাংশ উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের অনুমান, এই হত্যাকাণ্ড ঘটেছে চার পাঁচ দিন আগে। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছেন মনোজ। অভিযুক্ত জানিয়েছেন, বরাবরই তাদের মধ্যে ছিল ভালো বোঝাপড়া। তবে সম্প্রতি কোন এক বিষয় নিয়ে ঝামেলা হয় আর তারপরেই কুঠার দিয়ে সরস্বতীকে কুপিয়ে খুন করেছেন অভিযুক্ত।

ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে ডিসিপি জয়ন্ত বাজপেয়ী বলেন, ‘অভিযুক্ত ওই ব্যক্তি খুনের বিষয়টি লুকানোর চেষ্টা করেছিলেন। যদিও তাকে গ্রেফতার করা হয়েছে। তবে কেন তিনি এই কাণ্ড ঘটালেন তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে জোগাড় করা হচ্ছে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ’।

মুম্বাইয়ে এই হত্যাকান্ড আরও একবার মনে করিয়ে দিল কিছু মাস আগে ঘটে যাওয়া দিল্লির শ্রদ্ধা ওয়ালকার খুনের কথা। শ্রদ্ধা খুনের অভিযোগ উঠেছিল তার লিভ ইন পার্টনার আফতাব পুনাওয়ালা বিরুদ্ধে। প্রমাণ লোপাটের জন্য প্রেমিকাকে খুন করার পর তার দেহ টুকরো টুকরো করে ফ্রিজে ভরে রেখেছিলেন তিনি। অল্প অল্প করে ফেলে আসছিলেন জঙ্গলে। আর সেই হত্যাকাণ্ডের ছায়া এবার দেখা গেল মুম্বাইতে।


additiya

সম্পর্কিত খবর