বাংলাহান্ট ডেস্ক: ২০১৭ সালের ২৫ আগষ্ট এর পর থেকে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে মায়ানমার সরকারকে বাংলাদেশ তাদের ফিরিয়ে নেওয়ার আর্জি জানায় কিন্তু কোনোরকম কর্ণপাত করেনি মায়ানমার।
এবার রাখাইন থেকে বাংলাদেশ আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিচ্ছে মায়ানমার। জানা গিয়েছে, আগামী ২২শে আগষ্ট মোট ৫৪০ জন রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মায়ানমার।
তবে বাংলাদেশে পাঠানো হয়েছিল ২২ হাজারের কাছাকাছি রোহিঙ্গা। সেখান থেকে বাছাই করে ৫৪০ জনকে ফিরিয়ে নেওয়া হবে।
এ বিষয়ে মায়ানমারের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ‘আগামী ২২ শে আগস্ট ফিরিয়ে নেওয়া হবে ৫৪০ জন রোহিঙ্গাদের।’ তবে বাংলাদেশ থেকে জানানো হয়েছে, ‘কাউকে জোর করে পাঠানো হবে না। ‘