বাংলাহান্ট ডেস্ক : এদিন মায়াবতী (mayavati) জানান শ্রমিকদের (workers) সাহায্যের হাত বাড়াতে এবার তিনি নিজেই তৎপর হবেন। করোনা মোকাবিলা করতে মার্চ মাসের বাইশ তারিখ থেকেই দেশে লক ডাউন ঘোষণা করা হয়েছিলো। আর এর চক্করে দেশের বিভিন্ন প্রান্তে থাকার শ্রমিকরা বেশিরভাগ ক্ষেত্রেই ফিরে আসতে পারেন নি।আর এদের দেশে ফেরাতে তৎপর সব রাজ্যের মুখ্যমন্ত্রী।
দেশের বিভিন্ন প্রান্তে তাড়াতাড়ি এখনও সমস্যা নিয়েই আটকে রয়েছেন। আর এর মধ্যে দেশের অন্যান্য অংশে আটকে শ্রমিকদের নিয়ে রাজনীতিবিদদের কাছে নানা সমস্যা শুরু হয়েছে। উত্তরপ্রদেশ থেকে আসা অভিবাসী শ্রমিকদের দেশে ফেরানর জন্য টিকিটের টাকার বিষয়ে রাজনীতি আরও তীব্রতর হচ্ছে । এখন বিএসপি প্রধান মায়াবতীও এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন।
এই নিয়ে তিনি বিশেষ পদক্ষেপ নেওয়ার কোথাও জানান। এদিন তিনি তিনি টুইট করেছেন যে “অত্যন্ত দুর্ভাগ্যজনক যে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিও ট্রেন ও বাস ইত্যাদিতে প্রবাসী শ্রমিকদের তাদের প্রেরণের জন্য ভাড়া আদায় করছে। এর পাশাপাশি সরকার যদি অভিবাসী শ্রমিকদের অর্থ প্রদান করতে অস্বীকৃতি জানায় তবে বিএসপি তাদের শক্তিশালী ব্যক্তিদের সহায়তায় অভিবাসীদের দেশে পাঠানোর প্রক্রিয়ায় সাহায্য করবেন। ” যদিও দেশে লক ডাউন আরো বাড়ানো হয়েছে প্রায় সতেরো তারিখ পর্যন্ত।
এর মধ্যে কেটে গেছে প্রায় ৩৩ দিন। কিন্তু তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ছত্রিশ হাজার। আর তাই দেশের হাল ফেরাতে কেন্দ্রীয় সরকার এখনও মরিয়া হয়েছে উঠছে। আর তাই শ্রমিকদের ফেরাতে এই ব্যবস্থা। মায়াবতী প্রবাসী শ্রমিকদের ট্রেনের টিকিটের ব্যয় বহন করার প্রস্তাব দিয়েছেন।