কলকাতাকে সবুজ করার লক্ষ্যে বেসরকারি সংস্থাগুলোকে আহ্বান মেয়র ফিরহাদ হাকিমের

বাংলা হান্ট ডেস্কঃ ক্রমাগত দূষণের জেরে নাজেহাল ‘সুন্দরী তিলোত্তমা’। ক্রবর্ধমান দূষণের দরুন সম্প্রতি বায়ু দূষণের শিরোপা অর্জন করেছে শহর কলকাতা (Kolkata)। পিছিয়ে নেই শব্দ দূষণের দিক থেকেও। এমন পরিস্থিতিতে দিন দিন বাড়তে থাকা বায়ুদুষণ রোধ করার অন্যতম উপায় হল সবুজায়নে জোর দেওয়া। সেই লক্ষ্যেই বায়ু দূষণ ঠেকাতে সবুজায়নে জোর দিয়েছে কলকাতা পৌরনিগম ( Kolkata Municipal Corporation)।

কর্পোরেট সংস্থার সঙ্গে চুক্তি করে শহরে গাছ লাগানোর উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা। পর পর হওয়া প্রাকৃতিক দুর্যোগে প্রচুর পরিমাণ সবুজের ক্ষতি হয়েছে ৷ এখন তা পূরণের চেষ্টায় উদ্যত পুরসভা কর্তৃপক্ষ । শহরকে সবুজায়ন করতে এগিয়ে আসতে এবার বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) ।

এদিন ফিরহাদ হাকিম বলেন, ‘শহরের সবুজায়নে এগিয়ে আসার জন্য বণিকসভার কাছে আবেদন জানিয়েছি। তাদের সঙ্গে আলোচনা করে, চুক্তি করে শহরের সবুজায়নের উদ্যোগ নেওয়া হবে। ‘ এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘শহরে পাঁচ লক্ষ গাছ লাগানো হচ্ছে। কর্পোরেট সংস্থাগুলিকেও আহ্বান জানাচ্ছি তারা তাদের সিএসআর (কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) তহবিলের একটা অংশ শহরের সবুজায়নের কাজে লাগান।’

firhad hakim 2

সূত্রের খবর, ইতিমধ্যে শহরের বেশ কিছু পার্ক ও ফুটপাতের ধারে তৈরি করা বাফার জোন এবং মিডিয়াম স্ট্রিপের বেসরকারি সংস্থা এই বিষয়ে দায়িত্ব নিয়েছে। সীমিত ক্ষমতায় সবটা হতে অনেক বেশি সময় লেগে যাবে । তাই সকলকে একজোটে এগিয়ে আসার বার্তা দিয়েছেন কলকাতার মেয়র। পাশাপাশি সবুজায়নের জন্য রাস্তার ধারে গাছ বাসনো এবং পার্ক তৈরির সাথেই উলম্ববাগান তৈরিতেও জোর দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর