বামেদের পাপের জন্যই কলকাতায় হুড়মুড়িয়ে বাড়ছে ডেঙ্গি! যুক্তি খাড়া করে যা বললেন ফিরহাদ

বাংলা হান্ট ডেস্কঃ মহানগরে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি (Dengue)। এই সপ্তাহের কথা বললে কলকাতায় (Kolkata) মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হাজারেরও বেশি। নিত্যদিন প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ, আর অন্যদিকে ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল ২৭০০ জন। আর গতকাল সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ৩৮০২। কলকাতা পুরসভার তরফে মেলা এই হিসেব যথেষ্টই উদ্বেগের।

এই পরিস্থিতিতে যখন বিরোধী দলগুলি আঙ্গুল তুলছে শাসক শিবিরের দিকে, তখন পাল্টা ঘুরিয়ে বাম সরকারকে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)। যদিও চুপ করে বসে থাকেনি লাল শিবির। কড়া প্রতিক্রিয়া দিয়েছে তারাও।

ঠিক কী বলেছেন মেয়র ফিরহাদ হাকিম? ফিরহাদ বলেন, ‘আগের সরকারের পাপের ফল এখন ভুগছে কলকাতা। বর্ণপরিচয় মার্কেট একটা উদাহরণ, আরও আছে। পুরসভাকে তারা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে গিয়েছিল।’

আরও পড়ুন: কাল থেকে আরও বাড়বে বৃষ্টি! উত্তর-দক্ষিণবঙ্গের এই সব জেলায় জারি হলুদ, কমলা সতর্কতা

এদিকে বর্তমান মেয়রের পাল্টা দিয়েছেন পূর্বের মেয়র। ফিরহাদের মন্তব্যের প্রেক্ষিতে কলকাতার প্রাক্তন মেয়র তথা বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘বিগত ১০ বছর ধরে দায়িত্বে রয়েছে তৃণমূল সরকার। এই অপদার্থরা দায়িত্বে আছেন। পদত্যাগ করুন।’

kolkata firhad

আরও পড়ুন: বান্ধবী বুলা-কে ১২ লাখের গাড়ি উপহার! কে এই মহিলা? বীরভূমের কনস্টেবল কাণ্ডে নয়া মোড়

ফিরহাদের অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়ে বাম নেতা বলেন, “আমরা কলকাতা পুরসভার দায়িত্বে থাকাকালীন ডেঙ্গি সামলেছি। আমাদের আগে মেয়র হিসেবে দায়িত্বে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। সুব্রতবাবু কাজ করেননি আমরা ক্ষমতায় এসেছে এসব অভিযোগ করিনি। আমাদেরও ডেঙ্গি সামলাতে হচ্ছিল, তখন সেটা না করে আমরাও আক্রমণ করতে পারতাম।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর