বছর ঘুরলেই জোড়া ভোট! সেদিকে নজর রেখেই KMC-র বাজেট? বড় মন্তব্য মেয়র ফিরহাদের

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট (Kolkata Municipal Corporation Budget) পেশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সেখানে পুরসভার বাড়তি খরচ সামাল দিতে বিল্ডিং প্ল্যান অনুমোদন, বিনোদন কর, লাইসেন্স ফি সহ বেশ কয়েকটি খাতে চার্জ বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। তবে শহরবাসীর ওপর যাতে করের বোঝা না চাপে, সেই কারণে চার্জ বৃদ্ধির হার ৫-৭ শতাংশের মধ্যে রাখা হয়েছে।

ভোটের দিকে নজর রেখেই কেএমসির (Kolkata Municipal Corporation) বাজেট?

বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে নানান ধরণের চার্জ নেয় কলকাতা পুরসভা। এলাকা থেকে শুরু করে নির্মাণের আয়তন, জমির পরিমাণ সহ বেশ কয়েকটি জিনিসের ওপর নির্ভর করে এই চার্জ ঠিক করা হয়। এবারের বাজেটে এই চার্জ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সঙ্গেই পরিবর্তন আনা হয়েছে বিনোদন করের ক্ষেত্রে।

এতদিন অবধি গঙ্গাবক্ষে পার্টি, নৌকাবিহার কিংবা অনুষ্ঠানের জন্য পুরসভার (Kolkata Municipal Corporation) তরফ থেকে কোনও রকম কর নেওয়া হতো না। তবে এবার থেকে এসব ক্ষেত্রে কর নেওয়া হবে। সেই সঙ্গেই শহরের নানান মাঠে টার্ফ বানিয়ে খেলাধুলোর আয়োজনের বিষয় থেকেও এবার বিনোদন কর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ মমতার ভবানীপুরে ‘নজর’ শুভেন্দুর? বিরোধী দলনেতার ঘনঘন যাতায়াতে শুরু শোরগোল

এদিকে আগামী বছর জোড়া নির্বাচন রয়েছে। প্রথমে বিধানসভা ভোট, এরপর বছর শেষের আগে কলকাতা পুরসভার (KMC) ভোট আছে। এমতাবস্থায় নাগরিকদের ওপর যদি বাড়তি করের বোঝা চাপানো হয়, তাহলে চাপ বাড়তে পারে শাসকদল তৃণমূলের। তাই খানিকটা ঘুরপথে কেএমসির আয় বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। পুরসভার আধিকারিকদের একাংশের অনুমান, শাসকদলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই এই বাজেট বানানো হয়েছে। শহরের বাসিন্দাদের ওপর করের বোঝা না চাপিয়ে বিকল্প পথে আয় বৃদ্ধি চান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই বিষয়টিকে মাথায় রেখেই মেয়র ফিরহাদ হাকিম বাজেট প্রস্তুত করেছেন বলে অনুমান।

kolkata municipal corporation Government of West Bengal

এছাড়া চব্বিশের লোকসভা ভোটে রাজ্যজুড়ে সবুজ ঝড় উঠলেও শহরাঞ্চলের ভোটের ক্ষেত্রে ধাক্কা খেয়েছিল তৃণমূল (Trinamool Congress)। খাস কেএমসির ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৪০টির অধিক ওয়ার্ডে এগিয়ে গিয়েছিল বিরোধীরা। যা নিয়ে নেতাদের ওপর বেশ ক্ষুব্ধ হয়েছিলেন মমতা। তাই সেসব দিকে নজর রেখেও এবারের বাজেট তৈরি করা হয়েছে বলে মনে করছেন পুরসভার আধিকারিকদের একাংশ।

ইতিমধ্যেই এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে বিরোধী দল বিজেপি। তাদের দাবি, ভোটের দিকে নজর রেখে কর বৃদ্ধি হচ্ছে না, তবে নির্বাচন মিটতেই নতুন করে কর চাপানোর সম্ভাবনা থাকছে। মেয়র ফিরহাদের অবশ্য দাবি, কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ব্যয় দিনদিন বাড়ছে। সেই কারণে নয়া আয়ের পথ খুঁজতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি নাগরিক পরিষেবা বজায় রাখার ক্ষেত্রে এই বাজেট প্রয়োজনীয় ও বাস্তবসম্মত বলে দাবি করেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর