ঘাটতি বৃদ্ধি! বেড়েছে রাজ্যের থেকে পাওয়া অনুমোদনও! KMC-র বাজেট পেশ করলেন ফিরহাদ

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আজ তিনি কী ঘোষণা করেন, সেদিকে সকাল থেকেই নজর ছিল। অবশেষে বেলা গড়াতেই শুরু হয় বাজেট পেশ। এদিন জানানো হয়, ২০২৪-২৫ আর্থিক বছরে প্রাথমিকভাবে অনুমিত ঘাটতির পরিমাণ ছিল ১২৬.৪০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষের নিরিখে সংশোধিত হিসেব অনুসারে ঘাটতি নিবারিত ৩৫১.৪৯ কোটি টাকা।

কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ!

জানা যাচ্ছে, ২০২৫-২৬ আর্থিক বছরে আনুমানিক আয় এবং ব্যয়ের অঙ্ক যথাক্রমে ৫৫২৪.৮৪ কোটি টাকা এবং ৫৬৩৯.৫৬ কোটি টাকা। সেক্ষেত্রে রাজস্ব তহবিলে আয়-ব্যয় অনুসারে কেএমসির (KMC) বাজেটে ঘাটতি রয়েছে ১১৪.৭২ কোটি টাকার।

গতবারের বাজেটে ঘাটতির অঙ্কটা ছিল ১১২ কোটি টাকা। এবার তা আরও খানিকটা বেড়েছে। এই বাজেটে (Budget) ঘাটতির পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১১৪.৭২ কোটি টাকা। অর্থাৎ আগেরবারের চেয়ে ২.৭২ কোটি টাকার বাড়তি ঘাটতি হয়েছে।

আরও পড়ুনঃ ‘বিরক্তিকর’! হাইকোর্টের বিচারপতিদের জন্য বড় খবর! এবার কড়া নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট

ঘাটতির পরিমাণ গতবারের তুলনায় বৃদ্ধি পেলেও, বর্তমান অর্থবর্ষে কর বাবদ ৩৯% আয় বৃদ্ধি পেয়েছে কলকাতা পুরসভার। সেই সঙ্গেই এই আর্থিক বছরে রাজ্য সরকারের (Government of West Bengal) থেকে অনুমোদনও বেশি মিলেছে। ২০২৩-২৪ অর্থবর্ষের নিরিখে এবার রাজ্যের থেকে ৫৯% বেশি টাকা অনুমোদন পেয়েছে কেএমসি। এছাড়া ১৯% মোট আয় বৃদ্ধি পেয়েছে বলে খবর।

Kolkata Municipal Corporation Budget

কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) গত বছরের বাজেট অধিবেশনে ‘কাউন্সিলরস এলাকা উন্নয়ন প্রকল্প’ ও ‘ইন্টিগ্রেটেড বোরো স্কিম’এর জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়েছিল। ওয়ার্ড প্রতি যথাক্রমে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা এবং ১৫ থেকে ২০ লক্ষ টাকা বরাদ্দ স্থির করা হয়েছিল। চলতি অর্থবর্ষে এই অঙ্কে কোনও পরিবর্তন আনা হয়নি। এবারও ওই খাতে সমপরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর