‘না পোষালে রাজ্য ছেড়ে কেন্দ্রের চাকরি ধরুন’, DA আন্দোলনকারীদের কড়া বার্তা ফিরহাদের

বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া মহার্ঘ ভাতার (DA) দাবিতে আন্দোলনে রাজ্যের সরকারি কর্মীরা। ২০ ও ২১ ফেব্রুয়ারি সরকারি কর্মীদের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল। অন্যদিকে, আগামী ১০ মার্চ রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ ধর্মঘট ডেকেছে। পাশাপাশি বৃহস্পতি ও শুক্রবার কর্মবিরতির ডাক দিয়েছে কলকাতা পুরসভার বামপন্থী কর্মী সংগঠনগুলি। নিজেদের বকেয়ার দাবিতে অনড় তারা। এবার এইসব সরকারি কর্মীদের উদ্দেশ্য করে কড়া বার্তা দিলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)

বুধবার পুরসভার কর্মীদের পরপর দু’দিনের কর্মবিরতি প্রসঙ্গে মুখ খোলেন ফিরহাদ হাকিম। সরকারি কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘কোনও কর্মবিরতি হবে না। আপনার যদি না পোষায় তাহলে ছেড়ে দিন। কিন্তু আপনাকে মানুষের ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয়। আপনাকে মানুষের পরিষেবা দিতেই হবে।’

   

শুধু তাই নয়, এদিন রাজ্যের চাকরি ছেড়ে সেইসব কর্মীদের কেন্দ্রীয় সরকারি চাকরিতে যোগ দেওয়ার পরামর্শও দেন ববি হাকিম। প্রসঙ্গত, বহুদিন থেকে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ দাবি তুলে আসছেন। এদিন সরাসরি সেই প্রসঙ্গ উল্লেখ না করলেও সেই দিকেই মন্তব্য করে ফিরহাদ বলেন, ” তেমন মনে হলে কেন্দ্রীয় সরকারি চাকরিতে গিয়ে যোগ দিতে পারেন রাজ্য সরকারি কর্মচারীরা।”

সরকারি কর্মীদেই দুদিনের টানা কর্ম বিরতি নিয়ে বেজায় ক্ষুব্ধ কলকাতার মেয়র। তার কথা, কোনও কর্মবিরতি চলবে না। অফিসে এসে সই করলে কাজ করতে হবে। নইলে ছুটি নিয়ে নিতে পারেন তারা। তবে এভাবে পুরসভার কাজে কোনো সমস্যার তারা সৃষ্টি করতে পারবেন না বলেই জনান মেয়র। বলেন, সমস্ত কাজকর্ম স্বাভাবিক ভাবেই নিজ গতিতে চলবে।

firhad

এরপর বাম বাহিনীকে কড়া ভাষায় আক্রমণ করে মেয়র বলেন, বামেরাই বাংলায় ধর্মঘটের রাজনীতি করে রাজ্যকে ১০০ বছর পিছিয়ে দিয়েছে। আর এখন তারা বিলুপ্তপ্রায়। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে চাইছেন অন্যদিকে কিছু বাম সংগঠন পুরনো সংস্কৃতি ফিরিয়ে এনে তা থামাতে চাইছে। তবে সেরমটা আর হবে না বলে জোর গলায় জানান ফিরহাদ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর