‘হেলে পড়া বাড়ি মানেই বিপজ্জনক নয়’! মেয়র ফিরহাদের দাবিতে তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে শহর কলকাতায় (Kolkata) একাধিক বাড়ি হেলে পড়েছে। কয়েকদিন আগে বাঘাযতীন এলাকায় তাসের ঘরের মতো হেলে পড়ে একটি বহুতল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ট্যাংরায় বিল্ডিং হেলে পড়ার ঘটনা সামনে আসে। সম্প্রতি বেলেঘাটা মেইন রোডে আরও একটি বাড়ি হেলে পড়ার ঘটনা জানা যায়। এই পরিস্থিতিতে এবার হেলে পড়া বাড়ি নিয়ে বড় মন্তব্য করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ইতিমধ্যেই তাঁর মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

হেলে পড়া বাড়ি নিয়ে কী বললেন ফিরহাদ (Firhad Hakim)?

কলকাতায় একের পর এক বাড়ি হেলে পড়ার ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শাসকদল তৃণমূলের তরফ থেকে বামেদের দিকে আঙুল তোলা হয়েছে। তবে বিরোধীরা পাল্টা তৃণমূলকেই (Trinamool Congress) দায়ী করছে। জানা যাচ্ছে, কলকাতায় এমন বহু বাড়ি রয়েছে যেগুলি হেলে আছে। এই আবহে ফিরহাদ বললেন, সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয়।

বৃহস্পতিবার হেলে পড়া বাড়ি নিয়ে মুখ খোলেন কলকাতার মেয়র। তিনি বলেন, বাড়ি হেলে পড়ার বহু কারণ থাকতে পারে। তবে হেলে পড়া বাড়ি মানেই সেটি বিপজ্জনক, এটি ঠিক নয়। তবে ঠিক কী কারণে শহর কলকাতায় এতগুলি বাড়ি হেলে পড়ল সেটা খতিয়ে দেখা হবে বলে জানান ফিরহাদ (Firhad Hakim)।

আরও পড়ুনঃ সঞ্জয়কে না দিলেও, ‘এই’ আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারক দাস! কোন মামলায় জানেন?

এদিকে জানা যাচ্ছে, ট্যাংরায় হেলে পড়া বাড়ির মধ্যে ইতিমধ্যেই একটিকে নোটিশ দিয়েছে পুরসভা (Kolkata Municipal Corporation)। বিপজ্জনক বাড়িগুলিতে যে আবাসিকরা থাকছেন, তাঁদের ৩ দিনের মধ্যে বাড়ি ফাঁকা করে দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। ইতিমধ্যেই কেএমসির বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা সেই বাড়িটির স্ট্রাকচারাল স্টেবিলিটি পরীক্ষা করে দেখার কাজ শুরু করে দিয়েছেন। সব দিক খতিয়ে দেখার পর তাঁরা পুরসভার কাছে রিপোর্ট দেবেন। এরপর ওই বাড়িটির কতখানি অংশ ভাঙা হবে সেটা ঠিক করা হবে।

Firhad Hakim press conference

ট্যাংরার দুই বাড়ি প্রসঙ্গে মেয়র ফিরহাদ (Firhad Hakim) বলেন, ওগুলি নির্মাণের ক্ষেত্রে পুরসভার কোনও নিয়ম মানা হয়নি। এখনও অবধি মালিকরা কোনও প্ল্যান দেখাতে পারেননি। সেই সঙ্গেই জানা যাচ্ছে, কেএমসির তরফ থেকে শহর কলকাতার নানান বহুতলের স্ট্রাকচারাল স্টেবিলিটি কতখানি সেই বিষয়ক রিপোর্ট দিতে বলা হয়েছে। এই বিষয়ে মেয়র বলেন, এটি কোনও নিয়ম নয়। কেএমসির তরফ থেকে স্রেফ অনুরোধ করা হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর