আসানসোল তৃণমূলের দাপুটে নেতাকে দেখতে দারুন ভিড়, মানা হল না লকডাউন

বাংলাহান্ট ডেস্ক : এলাকার বিধায়ক (MLA) তথা আসানসোলের(Asansol)  মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে(Jitendra Tiwari) দেখতে সামাজিক দূরত্ব ভেঙেই মানুষ ভিড় বাড়ালেন। গতকাল দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার ধবনি গ্রামে একটি অনুষ্ঠানে এসে যোগ দেন  আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায়সহ শাসক দলের অন্যান্য নেতাকর্মীরা ।এদিন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্যের জন্য চেক তুলে দেওয়া হয় জিতেন্দ্র তিওয়ারির হাতে। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েত তারাই চেক তুলে দেন। মন্দিরের পুরোহিত এবং মসজিদের ইমামদের উপহার তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানের পর।

IMG 20200512 WA0009

পুরোহিত এবং ইমাম সাহেবদেরকে  সম্মানিত করা হয়

এইভাবে পুরস্কারের মাধ্যমে  পুরোহিত এবং ইমাম সাহেবদেরকে  সম্মানিত করা হয়।   জিতেন্দ্র তিওয়ারি জানান আসানসোলে কোয়ারানটিন কেন্দ্রে যে সমস্যা হয়েছিল সেই সমস্যাও মিটে গেছে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্যের জন্য চেক দেওয়া হয় বিভিন্ন পঞ্চায়েতের পক্ষ থেকে।

জিতেন্দ্র তিওয়ারির এই অনুষ্ঠানে ব্যাপক ভিড় হয় 

কিন্তু এই পুরস্কার সম্মানের মাঝেই শিকেয় ওঠে সামাজিক দূরত্ব। জিতেন্দ্র তিওয়ারির এই অনুষ্ঠানে আসায় অনেক জমায়েত হয়, আর তার পাশাপাশি এক জায়গায় এতো মানুষের ভিড় বুঝিয়ে দিলো  আমজনতা সামাজিক দূরত্ব সম্পর্কে কতটা অবগত।আর এই নিয়েই ইতিমধ্যে চিন্তার ভাঁজ পড়েছে  জেলা প্রশাসনিক কর্তা থেকে মহকুমা প্রশাসনিক কর্তাদের। আর এর মধ্যে দুর্গাপুরে  দুই কোরোনা আক্রান্তর হদিশও মিলেছে।

সম্পর্কিত খবর