উদ্ধার হওয়া টাকা কার? আদালতে দাঁড়িয়ে যা বললেন পার্থ…, নিয়োগ দুর্নীতিতে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ২০২২ সালের ২২ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি। তারপর থেকেই প্রাক্তন মন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি জেল। জুলাই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেফতার করা হয় অর্পিতাকেও।

প্রায় ২ বছর হতে চলে জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় ও বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। তবে এতদিন অর্পিতাকে নিয়ে বিশেষ কিছু বলতে চান নি পার্থ চট্টোপাধ্য়ায়। মুখে কুলুপই এঁটে ছিলেন। ২০২৪ সালে এসে এবার ‘বান্ধবী’ অর্পিতাকে নিয়ে আদালতে প্রথমবার মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি ছিল। সেখানেই পার্থ চট্টোপাধ্য়ায়ের হয়ে তার আইনজীবী দাবি করেন, “অর্পিতার সঙ্গে পরিচয় ছিল ঠিকই কিন্তু তার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা আমার নয়।” এর আগে অবশ্য অর্পিতাকে চেনেন না বলেই ইডি জেরায় জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

তবে পার্থ স্বীকার করুক কিংবা নাই করুক, তাদের মধ্যেকার সম্পর্ক নিয়ে বহু তথ্যই আগে সামনে এসেছে। একবার ভাইরালও হয়ে যায় জেলবন্দি অবস্থাতেই পার্থ-অর্পিতার অনস্ক্রিন প্রেমও। ভার্চুয়াল শুনানিতে কোর্টের ভিতরের স্ক্রিনে দেখা যায় পার্থ এবং অর্পিতার খুনসুটি। অর্পিতার দিকে লাভ সাইন দেখান পার্থ। বান্ধবীকে দেখে জিভ ভেঙান প্রাক্তন শিক্ষামন্ত্রী। হেসে গড়াগড়ি খান অর্পিতা।

partha hc 1

আরও পড়ুন: ফের দাম কমল LPG সিলিন্ডারের! আজ থেকে আরও সস্তায় পাবেন রান্নার গ্যাস, কলকাতায় কত পড়বে?

সেই বার শুনানি চলাকালীনই খুলে-আম ইশারায় চলতে থাকে কথোপকথন। দুজনে খেয়েছে কিনা থেকে শুরু করে শরীরের খোঁজ নেন দুজনা। হাত দিয়ে অর্পিতাকে নিজের নীল রঙের ফতুয়া দেখান পার্থ। বন্ধুর গোঁফ দেখে ভালো লাগছে বলেও ইশারায় বুঝিয়ে দেন অর্পিতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর