করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিজের পুরনো উর্দি গায়ে তুলে নিলেন মুম্বাইয়ের মেয়র! দেশ জুড়ে প্রশংসার ঝড়

বাংলা হান্ট ডেস্কঃ মুম্বাইয়ের (Mumbai) মেয়র কিশোরী পেডেনকর (Kishori Pednekar) মুম্বাই মহানগরীতে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা জন্য নিজের পুরনো ইউনিফর্ম পড়ে নিলেন আবার। উনি এর আগে নার্স ছিলেন। শিবসেনার এক নেতা জানান, উনি রাতে পালীর হাসপাতালে রোগীদের সেবা করবেন।

https://twitter.com/priyankac19/status/1254691936339931137

শিবসেনার নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী ট্যুইট করে লেখেন, ‘এটা আমাদের মুম্বাইয়ের সন্মানিত মহাপৌর কিশোরী পেডনকর জি। তিনি রোজ সকাল আটটা হেকে রাত দুটো পর্যন্ত কাজ করেন, আর এবার তিনি মহানগরের সেবার জন্য নিজের পুরনো ইউনিফর্ম পড়ে নিলেন। উনি নায়ের হাসপাতালে রোগীদের দেখভাল করবেন।”

উনি বলেন, যারা ওনার বিরুদ্ধে অপমান জনক কথা বলছেন, তাদের এটা দেখে শিক্ষা নেওয়া উচিৎ।

মুম্বাইয়ের মেয়র ট্যুইট করে লেখেন, মুম্বাইয়ের জন্য সবকিছু। আমরা ঘরে বসে কাজ করতে পারব না, আমরা আপনাদের জন্য রাস্তায় নেমে কাজ করব। ঘরে থাকুন, নিজের শরীরের দিকে নজর দিন। আমি নায়ের হাসপাতালে আছি।”

 

Koushik Dutta

সম্পর্কিত খবর