১২টি বেডরুম, ২টি প্লে গ্রাউন্ড! মেসির চেয়ে দ্বিগুণ বড় বাসস্থানে বাস করেন এমবাপ্পে, দাম শুনলে ঘুরবে মাথা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ তার নাম কিলিয়ান এমবাপ্পে (Kylian Mbappe)। মেসি-রোনাল্ডো পরবর্তী যুগে যে দুজন ফুটবলারের দ্বৈরথ গোটা ফুটবল বিশ্ব উপভোগ করবেন তার মধ্যে একজন তিনি। অপরজন অবশ্যই নরওয়ের তারকা ফুটবলার এরলিং হাল্যান্ড (Earling Halland)। তাদের দুজনের দ্বৈরথের সঙ্গে মেসি-রোনাল্ডো দ্বৈরথের একটি মিলও রয়েছে। ওই ক্ষেত্রে লিওনেল মেসি (Lionel Messi) জন্মেছিলেন এমন একটি দেশে যার ফুটবল ইতিহাস তিনি আসার অনেক আগে থেকেই অত্যন্ত সমৃদ্ধ। অপরদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) নিজে লিখতে হয়েছে পর্তুগিজ ফুটবলের ইতিহাসের একটা সবচেয়ে সাফল্যময় অধ্যায়টি। নিজে যখন পর্তুগালের হয়ে একটা শক্তিশালী দল পেয়েছেন তখন নিজের সেরা সময় পার করে ফুটবল জীবনের সায়াহ্নে পৌঁছেছেন পর্তুগিজ তারকা। অপরদিকে তার ব্যর্থতার সময়ে মেসি অর্জন করেছেন ফুটবল বিশ্বের সর্বোচ্চ সম্মান। এমবাপ্পে-হাল্যান্ড দ্বৈরথের ব্যাপারটাও কিছুটা একইরকম।

এমবাপ্পে এমন একটা দেশের হয়ে ফুটবল খেলেন, যাদের ফুটবল ইতিহাস এমবাপ্পে আসার আগে থেকেই অত্যন্ত সমৃদ্ধ। ইতিমধ্যে দেশের জার্সিতে বিশ্বকাপ ও নেশন্স লিগ জেতা হয়ে গিয়েছে ফ্রেঞ্চ তারকার। অপরদিকে হাল্যান্ডের নরওয়ে বর্তমানে অনেক পিছিয়ে। ভবিষ্যতে কবে তারা ইউরো কাপ বা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সেটাই একটা বড় প্রশ্ন। তবে আজকে আমাদের প্রতিবেদনে আলোচনার বিষয় শুধুমাত্র এমবাপ্পে।

বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা তরুণ ফ্রেঞ্চ ফুটবলার এইমুহূর্তে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার। তার বাৎসরিক আয় ৬৩ মিলিয়ন ইউরো। ফলে এটা অত্যন্ত স্বাভাবিক যে তার জীবনযাত্রা হবে অত্যন্ত উঁচু মানের। আজকের এই প্রতিবেদনে তার বাসস্থানের যাবতীয় তথ্য তুলে ধরা হলো।

swimming mbappe

প্যারিসে যে বিলাসবহুল ম্যানশনে এমবাপ্পে বসবাস করেন তার মূল্য ভারতীয় মুদ্রায় ৭৩ কোটি টাকারও বেশি। ৮৫০ স্কোয়ার মিটার জমির ওপর নির্মিত এই বাড়িটির কারুকার্য যে কোনও শিল্প বিমুখ ব্যক্তিত্বকেও অবাক করবে। এই ম্যানশন থেকে আইফেল টাওয়ারের অত্যন্ত সুন্দর একটি ভিউ পাওয়া যায়। গোটা বাড়িটিতে রয়েছে মোট ১২টি বিশাল বেডরুম। এছাড়াও রয়েছে ফুটবল খেলার ছোট মাঠ এবং বাস্কেটবল কোর্ট। দুটি সুইমিং পুল এবং একটি মিনি সিনেমা হল। হালকা বাদামি রঙয়ের চোখ জুড়ানো এই ম্যানশনটির শাকসবজি এর পেছনেই এমবাপ্পের রোজগারের একটা বড় অংশ ব্যয় হয়।

জানা গিয়েছে এমবাপ্পের এই ম‍্যানশনটি তার পিএসজি দলের সতীর্থ, মেসি প্যারিসে যে বাসস্থানে নিজের পরিবারের সঙ্গে থাকেন তার দ্বিগুণের চেয়েও বেশি বড়। মেসির দ্বিতল ম্যানশনটি মাত্র ৩০০ স্কোয়ার মিটার জমির ওপর নির্মিত এবং সেখানে রয়েছে কেবলমাত্র চারটি বিলাসবহুল বেডরুম। সম্ভবত মেসির আর্জেন্টিনায় এবং বার্সেলোনায় যে বাসস্থান রয়েছে এগুলি তার অত্যন্ত প্রিয় বলেই ফ্রান্সে অতিরিক্ত বিলাসবহুলতার দিকে নজর দেননি আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।


Reetabrata Deb

সম্পর্কিত খবর