বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বকাপ (Qatar World Cup 2022) শেষ হওয়ার পরে কেটে গিয়েছে দুইটি সপ্তাহ। ধীরে ধীরে পুরোদমে নিজেদের মরশুমের প্রতি মনোসংযোগ করা শুরু করছে বিভিন্ন ক্লাব গুলি। বিশ্বকাপের ধকল কাটিয়ে ফুটবলাররা নিজস্ব ক্লাবে প্রত্যাবর্তন করছেন এবং ফুটবলপ্রেমীরাও বিশ্বকাপের ঘোর কাটিয়ে ক্লাব ফুটবলের দিকে নিজেদের মনোসংযোগ সরিয়ে আনছেন।
কাল বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নেমেছিলো পিএসজি (PSG)। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi) এখনো ছুটি কাটিয়ে ক্লাবের যোগ দেননি। তবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়া নেইমার (Neymar) এবং ফাইনালে হ্যাটট্রিক করা কিলিয়ান এমবাপ্পে (Kylian Mbappe) প্রথম একাদশের অংশ ছিলেন। ক্লাব ফুটবলে প্রত্যাবর্তনের দিনটা দুই মহাতারকার দুই রকম ভাবে কাটলো।
ম্যাচের শুরুতেই বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে পেনাল্টি মিস করা ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনসের (Marquinos) গলে এগিয়ে গিয়েছিল পিএসজি। কিন্তু দ্বিতীয়ার্ধের ছয় মিনিটের মধ্যে তার আত্মঘাতী গোলেই সমতায় ফিরে পিএসজির কালকের প্রতিপক্ষ স্ট্রাসবার্গ (Strasbourg)। এরপর ৬১ মিনিটে ফাউল এবং ৬২ মিনিটের ডাইভিংয়ের জন্য জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নেইমারকে।
অনেকেই ভেবেছিলেন ১০ জনের পিএসজি এই ম্যাচ জিততে পারবে না। কিন্তু ম্যাচের শেষ দিকে সংযুক্ত সময়ে কিলিয়ান এমবাপ্পেকে বক্সের ভেতর ফাউল করায় পেনাল্টি পায় পিএসজি। সেই পেনাল্টি থেকে গোল করে দলকে ৩ পয়েন্ট এনে দেন তিনি। ১৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ফ্রেঞ্চ লিগে (Ligue one) বাকি দলগুলির ধরাছোঁয়ার বাইরে তারা। গোটা ম্যাচটি নিজের বাড়িতে বসে উপভোগ করেন লিওনেল মেসি এবং সেই স্টোরি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি।
অপরদিকে প্রত্যাবর্তনের সপ্তাহতেই জমে উঠেছে ইপিএল (English Premier League)। লিভারপুল ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনাল ম্যানচেস্টার সিটির মতো প্রত্যেকটি বড় ক্লাবই জয় পেয়েছে এই সপ্তাহে। গতকাল নরওয়ের তারকা ফুটবলার এরলিং হাল্যান্ডের (Erling Haaland) জোড়া গলে লিডস ইউনাইটেডকে হারিয়েছে ম্যান সিটি। বছর শেষ হতে না হতেই এই মরশুমে ১৪ লিগ ম্যাচে ২০ টি গোল করে ফেলেছেন হাল্যান্ড।