বাংলা হান্ট নিউজ ডেস্ক: পারলেন না কিলিয়ান এমবাপ্পে। ২০২২ বিশ্বকাপ ফাইনালের ট্র্যাজিক নায়ক কাল বিশ্বকাপের পর পিএসজির দ্বিতীয় লিগ ম্যাচে মাঠেই ছিলেন। কিন্তু তিনি গোল পাননি এবং নিজের ক্লাবকে জেতাতেও পারেননি। লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা লেন্সের বিরুদ্ধে গোল করতে পারেননি বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা তারকা। তাই পিএসজিকে এই মরশুমের প্রথমবারের জন্য হারের স্বাদ পেতে হলো লিগের খেলায়।
গতরাতে লেন্স, পিএসজি হারিয়েছে ৩-১ ব্যবধানে। এই ম্যাচে মেসি এবং নেইমারের অভাব বেশ বোধ করেছে প্যারিসের ক্লাবটি। নেইমার মাঠে নেই কারণ তিনি শেষ ম্যাচে লাল কার্ড দেখেছিলেন। অপরদিকে মেসি আর্জেন্টিনার হয়ে বিশ্ব জয়ের আনন্দ উদযাপন করে কিছুটা দেরিতে শিবিরে যোগ দিয়েছেন।
ম্যাচের পর সরাসরি এই দুই সেরা তারকার অনুপস্থিতির জন্য হওয়া সমস্যার কথা স্বীকার করেছেন পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনস। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে পেনাল্টি মিস করা তারকা জানিয়েছেন যে মেসি এবং নেইমারের অভাব তারা অনুভব করেছেন।
মার্কুইনস বলেন, “লেন্স আমাদের চেয়েও ক্ষুধার্ত ছিল এবং তাদের যা পরিকল্পনা ছিল, সেগুলির সঠিক বাস্তবায়ন তারা করতে পেরেছিল, বিশেষ করে প্রথমার্ধে। তার ফল তারা পেয়েছে। আমরাও বেশকিছু গোলের সুযোগ পেয়েও, কাজে লাগাতে পারেনি। তবে আমরা ভেঙে পড়ছি না।”
মেসি ও নেইমারের প্রসঙ্গে তিনি বলেছেন, “মেসি এবং নেইমার এই ম্যাচের স্কোয়াডে ছিল না। তারা দুজনেই ম্যাচ উইনার এবং এই জাতীয় ম্যাচে তাদের পারফরম্যান্স পার্থক্য গড়ে দিতে পারে। তবে সবরকম পরিস্থিতিতেই আমাদের নিজের দলের মধ্যে সমন্বয় গড়ে তুলতে হবে।”