বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে মেডিক্যাল কলেজে ভর্তি (MBBS Admision Scam) নিয়েও অবাধে চলেছে দুর্নীতি! সম্প্রতি এমনই অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই এই মামলায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও তাতে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ মৌখিক স্থগিতাদেশ দিয়েছে বলে দাবি করেছে রাজ্য। এবার এই ইস্যুতেই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এমবিবিএস ভর্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যরা সরাসরি সুবিধা পেয়েছেন। মুর্শিদাবাদ থেকে এমনটাই দাবি করলেন শুভেন্দু অধিকারী। বুধবার মুর্শিদাবাদের লালবাগে দলীয় সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা। সেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে মিডিয়ার করা প্রশ্নে শুভেন্দু বলেন, ‘নির্মল মাঝি আর শান্তনু সেন গেল। অপেক্ষা করুন, মমতার ভাইপো ভাইঝিরাও এবার ভিতরে ঢুকবে। ভরসা রাখেন। নরেন্দ্র মোদী, না খাউঙ্গা না খানে দুঙ্গা’।
প্রসঙ্গত, সম্প্রতি সংরক্ষিত আসনে অসংরক্ষিত পড়ুয়া ভর্তির অভিযোগ তুলে আদালতের মামলা করেন এক ছাত্রী। রাজ্য এই মামলার তদন্তভার সিআইডিকে দেওয়ার আর্জি জানালেও তাতে সায় দেয়নি আদালত। উল্টে বিচারপতি বলেন, ”শাহজাহানকে আপনাদের পুলিশকে গ্রেফতার করতে পেরেছে? এই রাজ্য আসলে কিছু দুর্নীতিগ্রস্তদের আখড়ায় পরিণত হয়েছে। এত সব কিছুর পরে পুলিশের কোনও সদর্থক ভূমিকা চোখে পড়ছে না। যে পুলিশ ১৯ দিনে শাহজাহান শেখকে ধরতে পারে না তার ওপর কী করে ভরসা করব?”
এরপরই এই মামলার তদন্তভার সিবিআই এর ওপর তুলে দেন বিচারপতি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, বেলা আড়াইটের মধ্যে মামলা সংক্রান্ত সমস্ত নথি সিবিআইকে হস্তান্তর করতে হবে। শুধু তাই নয়, বিচারপতি আরও বলেন, ‘আমি জানি, এই নির্দেশও চ্যালেঞ্জ হবে। সুপ্রিম কোর্টে আবার যেতে পারে রাজ্য। কিন্তু আমি জানতে চাই আজ পর্যন্ত তদন্ত ঠেকাতে মোট কত টাকা খরচ করেছে রাজ্য সরকার?’
ওদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের রায়ের বিরুদ্ধে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যান রাজ্যের আইনজীবীরা। মামলার রায়ের কপি হাতে না পাওয়ার আগেই তদন্ত সংক্রান্ত নথি সিবিআইকে হস্তান্তর করতে বলেছে বলে জানান রাজ্যের আইনজীবীরা।এরপর মৌখিক ভাবে সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: খাস কলকাতায় নেতাজির মূর্তি ভেঙে শৌচাগার! মেয়রকে জানিয়ে হয়নি লাভ, অভিযোগ শুনে ক্ষুব্ধ হাইকোর্ট
বুধবারই এজলাস বন্ধ হওয়ার আগে ফের একবার এই মামলার শুনানি করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশ মত উপস্থিত ছিলেন সিবিআইয়ের আধিকারিকও। সেখানেই রাজ্যের আইনজীবী জানান, এই মামলায় মৌখিক স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। পালটা, স্থগিতাদেশের নথি দেখতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। শুনানির লাইভ স্ট্রিমিং দেখতে চাইলেও সেসব কোনও কিছুই দেখাতে পারেননি রাজ্যের আইনজীবী। এরপর FIR রুজু করে সিবিআইকে তদন্ত শুরু করার নির্দেশ দেন বিচারপতি।