এত্ত কম খরচ, মাত্র ১৬০০ টাকা! স্বপ্ন পূরণ হবে MBBS পড়ার! জানেন কোথায় মিলবে সুযোগ?

বাংলাহান্ট ডেস্ক : চিকিৎসক সমাজের পরম বন্ধু। অনেকেই মনে করেন ঈশ্বর ছাড়া যদি কেউ আমাদের বাঁচাতে পারেন তিনি হলেন একজন চিকিৎসক। তাই চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার স্বপ্ন থাকে অনেকের। কিন্তু মেধার পাশাপাশি ডাক্তারি পড়তে (MBBS Admission) গেলে প্রয়োজন হয় অর্থের।

স্বল্পমূল্যে ডাক্তারি পড়া (MBBS Admission)

আর্থিক জোড় না থাকলে অনেক সময় ডাক্তার হওয়া স্বপ্নই থেকে যায়। সরকারি প্রতিষ্ঠানে ডাক্তারি পড়ার (MBBS Admission) খরচ অপেক্ষাকৃত কম। তবে সরকারি মেডিকেল কলেজে সুযোগ পাওয়া খুবই কঠিন। কারণ সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা খুবই সীমিত। তবে জানেন আমাদের দেশেই এমন একটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে নামমাত্র খরচে পড়তে পারা যায় এমবিবিএস?

 আরোও পড়ুন : বিরাট Vs বাবর! কে সবার সেরা? বিতর্কে জল ঢেলে বড় প্রতিক্রিয়া দিলেন পাকিস্তানের প্রাক্তন তারকা খেলোয়াড়

আমাদের দেশের এই শিক্ষা প্রতিষ্ঠানে এমবিবিএস (MBBS) পড়ার বার্ষিক খরচ মাত্র ১৬৩৮ টাকা! মেডিকেল ইনস্টিটিউট অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, এআইআইএমএস দিল্লিতে তাই নামমাত্র টাকায় পড়া যায় এমবিবিএস। এই প্রতিষ্ঠানে বার্ষিক ১৬৩৮ টাকা খরচে এমবিবিএস পড়ে ডাক্তার হওয়ার সুযোগ থাকে।

আরোও পড়ুন: Bus Conductor: আঙুলের ফাঁকে নোট রাখেন বাস কন্ডাকটররা, অতি পরিচিত দৃশ্যের নেপথ্যের কারণ জানেন?

মোট পাঁচ বছরে এমবিবিএস পড়ার (MBBS Admission) ক্ষেত্রে খরচ পড়ে ১৯,৮৯৬ টাকা। এই শিক্ষা প্রতিষ্ঠানের এক ছাত্রী জানিয়েছেন, এই কলেজের হোস্টেল ফি ২০০০ টাকা। মোট ১৩২টি এমবিবিএস আসন রয়েছে দিল্লি AIIMS-এ। এগুলির মধ্যে ১২৫টি ভারতীয়দের জন্য ও ৭টি বিদেশী পড়ুয়াদের জন্য সংরক্ষিত। NEET UG-এর প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়া যায় এখানে।

MBBS Admission

এই বছরের NEET UG পরীক্ষায় প্রথম ১০০ জন স্থানাধিকারীর মধ্যে ৬৮ জন ভর্তি হয়েছেন দিল্লি AIIMS-এ। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS), নয়াদিল্লি রয়েছে দেশের সেরা ৫ মেডিকেল কলেজের তালিকার শীর্ষস্থানে। অত্যন্ত কম খরচে এমবিবিএস শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গোটা দেশে পড়ুয়াদের প্রথম পছন্দ দিল্লি AIIMS।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর