বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) বিশ্বজয়ের পর ১২ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। তবুও ক্রিকেটপ্রেমীদের মনে এখনো এক ফোটাও ফিকে হয়নি ওয়াংখেড়েতে সেই আইকনিক ছক্কা হাঁকিয়ে ধোনির (MS Dhoni) ‘মেন ইন ব্লুজ’কে বিশ্বজয়ী বানানোর মুহূর্তটা। শ্রীলংকার বিরুদ্ধে হার্ডাহাড্ডি লড়াইয়ের পর গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটে ভর করে ওই বিশ্বকাপ (ODI World Cup 2011) ফাইনালটি জিতেছিল ভারতীয় দল। ওই বিশেষ মুহূর্তটি ধোনিকে ভারতের সর্বকালের সফলতম অধিনায়কে পরিণত করেছিল।
সেই আইকনিক মুহূর্তের ১২ বছর পূর্তিতে এক বিশেষ সম্মান মহেন্দ্র সিং ধোনিকে জানাতে চলেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। শ্রীলঙ্কার পেসার নুয়ান কুলশেখরাকে মারা ধোনির সেই শেষ ছক্কাটি যে দর্শকাসনে এসে ছিটকে পড়েছিল, সেই চেয়ারটিকে মহেন্দ্র সিংহ ধোনির নামে অমর করে রাখা হবে।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি সংবাদ মাধ্যমিকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “সোমবার মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে ২০১১ বিশ্বকাপে ধোনির ম্যাচ জেতানো ছক্কাটি যে সিটে গিয়ে পড়েছিল সেই সিটটিকে ধোনির নামেই নামকরণ করা হবে। আমরা তাকে অনুরোধ জানাবো যাতে তিনি সেই বিশেষ মুহূর্তে উপস্থিত থাকেন। তার হাতে একটি স্মারকও তুলে দেওয়া হবে।”
এই অনুষ্ঠানটি আয়োজন করা হবে এপ্রিলের আট তারিখে, যখন মহেন্দ্র সিং ধোনি নিজের চেন্নাই সুপার কিংস দলকে নিয়ে মুম্বাইয়ে আসবেন মুম্বাই ইন্ডিয়ান্স দলের মুখোমুখি হতে। এর আগে ভারতের একাধিক মাঠে একাধিক স্ট্যান্ড কোনও বিখ্যাত ক্রিকেটারের নামে হয়েছে এমনটা দেখা গিয়েছে। কিন্তু ভারতে প্রথমবার কোনও সিট কোন ক্রিকেটারের নামে নামকরণ করা হবে।
মহেন্দ্র সিং ধোনির চেন্নাই নিজেদের প্রথম ম্যাচে পরাস্ত হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের কাছে। দ্বিতীয় ম্যাচে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১২ রানের ব্যবধানে জয় পেয়েছে তারা। নিজেদের তৃতীয় ম্যাচে রোহিত শর্মাদের দলের বিরুদ্ধেও তারা চাইবেন জিতে ফিরতে। খুব ভালো ফর্মে না থাকলেও মুম্বাই ইন্ডিয়ান্স অবশ্য ঘরের মাঠে সহজে ছাড়বে না প্রতিপক্ষকে।