এবার আইপিএলে রেকর্ড পরিমাণ অর্থ খরচ করে অজি পেসার প্যাট কমিন্সকে নিজেদের দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্যাট কমিন্সকে নিজেদের দলে নেওয়ার পিছনে কলকাতা নাইট রাইডার্সের বেশ কিছু পরিকল্পনা রয়েছে তার মধ্যে অন্যতম হল কমিন্স ভালো বল করার সাথে সাথে অভিজ্ঞতা কাজে লাগিয়ে কলকাতার পেস আক্রমন কে নেতৃত্ব দেবে। আর তাই কমিন্সের সার্ভিস পাওয়া থেকে কোনোভাবেই বঞ্চিত হতে চাইছে না কলকাতা নাইট রাইডার্স।
2014 সালে এই অজি পেসার কে নিজেদের দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই বছর চোট পাওয়ার কারণে কলকাতার হয়ে ভালোভাবে খেলতে পারেননি ব্যাট কামিন্স। আর তাই এবারও কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের মধ্যে একটাই চিন্তা এত টাকা দিয়ে কামিন্স কে নেওয়ার পরেও কি কমিন্স কলকাতাকে সেই ভাবে সার্ভিস দিতে পারবে। উল্লেখ্য 2014 সালে কলকাতার চ্যাম্পিয়ন হওয়ার কারণে সেইভাবে কমিন্সের অভাব পারেনি দলের পারফরমেন্সে। কিন্তু এবার কলকাতা যে পরিকল্পনা নিয়ে প্যাট কমিন্সকে দলে নিয়েছে তাতে কমিন্সের ভালো পারফরম্যান্স করাটা খুবই জরুরি।
এই মুহুর্তের টেস্ট ক্রিকেটে নাম্বার ওয়ান বলার প্যাট কমিন্স নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত আর এরপরে অস্ট্রেলিয়ার রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেই সিরিজেও যে কমিন্স খেলবেন সেটা বলাই বাহুল্য। এর মধ্যেই কলকাতা নাইট রাইডার্স এর কোচ ম্যাককালাম টুইট করে জানিয়েছেন যে কলকাতা অনেক আশা করে কমিন্সকে দলে নিয়েছে তাই শুরু থেকে কমিন্সের সার্ভিস পাওয়া কলকাতার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্যই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কমিন্সকে বিশ্রাম নেওয়ার কথা জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্স এর কোচ ব্র্যান্ডন ম্যাককালাম।