MCD-র স্ট্যান্ডিং কমিটির নির্বাচনের আগে বড় ঝটকা! বিজেপিতে যোগ দিলেন AAP পার্ষদ

বাংলা হান্ট ডেস্ক : অনেক নাটকের পর চতুর্থবারের চেষ্টায় বুধবার দিল্লির মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচন সম্ভব হয়েছে। পুর নিগমের ভোটের পর মাঝে ৮২দিন কেটে গিয়েছে। মেয়র নির্বাচন তারমধ্যে তিনবার ভেস্তে যায় আপ ও বিজেপির (AAP-BJP) কাউন্সিলদের গোলমালে। আর আজ ফের এক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এমসিডিতে। আজ হতে চলেছে স্ট্যন্ডিং কমিটির নির্বাচন। জানা গিয়েছে, এক আপ কাউন্সিলর দল ভেঙে যোগ দিয়েছে পদ্ম শিবিরে। যার জেরে রীতিমতো উত্তপ্ত রাজধানীর রাজনীতি।

দিল্লির সংবাদমাধ্যম সূত্রে খবর, বাওয়ানা বোর্ড থেকে আপ টিকিটে জেতা পার্ষদ পবন সহরাওয়ত আজ বিজেপিতে যোগ দিয়েছেন। গেরুয়া শিবিরে যোগ দিয়েই তিনি নিশানা করেন আপকে। পবনের দাবি পুর নিগমের নির্বাচনে যে ঝামেলা হয়েছে তা আম আদমি পার্টির নির্দেশেই হয়েছে। কেজরিওয়ালের দলের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত হওয়ার দাবিও তোলেন তিনি। প্রসঙ্গত, আজ সকাল ১০ টা থেকেই দিল্লির সিভিক সেন্টারে শুরু হয়ে গিয়েছে স্ট্যান্ডিং কমিটির নির্বাচন। জানা যাচ্ছে, আপ এবং বিজেপি দু’দলেরই একটি করে ভোট কম রয়েছে। এরই মধ্যে একজন সদস্যের অন্য দলে যোগ যথেষ্ট বড় ঘটনা বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

নতুন মেয়র নির্বাচনের পরই শুরু হয় স্ট্যান্ডিং কমিটির (Delhi Municipality Standing Committee) ৬ সদস্যের ভোট। গত বুধবার বিকেলে শুরু হওয়া এই বৈঠকে ঝামেলায় জড়িয়ে পড়েন আপ ও বিজেপি সাংসদরা। নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পরই ব্যালট বক্স ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ধাক্কাধাক্কি, মারামারির সঙ্গে চিৎকার করতে থাকেন দুই শিবিরের নেতারা। জলের বোতল ছোঁড়া হয় বিরোধিদের লক্ষ্য করে। পুরো ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

mcd 2

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপির মেয়র পদপ্রার্থী উঠে এসে মাইক ছিঁড়ে নিচ্ছেন। এই প্রসঙ্গে, বিজেপির মেয়র পদপ্রার্থী শিখা রাই বলেন, ‘আমরা মেয়রের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চেয়েছিলাম।’ অশান্তির জেরে ১৩ বার মুলতুবি হয়ে যায় এই অধিবেশন। আপ ও বিজেপি দুই পক্ষের বিরুদ্ধেই একাধিক অভিযোগ আনা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

বিজেপি কাউন্সিলরদের বিরুদ্ধে অভিযোগ করেন দিল্লির নতুন মেয়র শেলি। তিনি বলেন, ‘বিজেপি কাউন্সিলররা আমাকে মারধরের চেষ্টা করে। সুপ্রিম কোর্টের নির্দেশেই স্ট্যান্ডিং কমিটির নির্বাচন হচ্ছিল। তার মধ্যেই এই ঘটনা আদতে বিজেপির গুণ্ডামিরই নিদর্শন। একজন মহিলাকেও আক্রমণ করতে আটকায় না ওদের।’ শেষ পর্যন্ত স্থগিত রাখা হয় স্ট্যান্ডিং কমিটির নির্বাচন। অবশেষে আজ সকাল ১০ টায় ফের শুরু হল স্ট্যান্ডিং কমিটির নির্বাচন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর