বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান ক্রিকেটের দুই তারকা ব্যাটসম্যান হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং সহ-অধিনায়ক রোহিত শর্মা। আইসিসি রাঙ্কিংয়েও দুজনের স্থান প্রথম এবং দ্বিতীয়। আর এই দু’জনকেই বল করতে নাকি কোন প্রকার বেগ পেতে হয়নি পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমিরকে।
মহম্মদ আমিরের মতে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা কাউকেই বল করার সময় তেমন অসুবিধা হয়নি তবে চাপের মুখে যে বিরাট কোহলি খুব ভালো ব্যাটিং করেন সেটাও স্বীকার করলেন মহম্মদ আমির। আমিরের মতে, রোহিতকে বল করা খুবই সোজা। বাঁহাতি বোলারের ইন সুইং কিংবা আউট সুইং যেকোনো বলেই সমস্যায় পড়ে যান রোহিত। তাই রোহিতকে দুদিক থেকেই আউট করা সম্ভব। তবে বিরাট কোহলি চাপের মুখে একটু ভালো ব্যাটিং করেন। এক্ষেত্রে বিরাট কোহলিকে ব্যাটিং এর দিক থেকে একটু এগিয়ে রাখেন মহম্মদ আমির।
2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিত শর্মা, শিখর ধাওয়ান এবং বিরাট কোহলিকে পরপর আউট করে ভারতীয় দলের কোমর কার্যত ভেঙ্গে দিয়েছিলেন মহম্মদ আমির। এই ধাক্কা সামলে আর ম্যাচে ফিরতে পারেনি ভারত। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারত।
তবে গতবছর হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন মহম্মদ আমির। অবসরের কারন হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেই দায়ী করেছিলেন আমির। তিনি জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্রমাগত তার ওপর মানসিকভাবে চাপ সৃষ্টি করছিল। তাই বাধ্য হয়ে তিনি অবসর গ্রহণ করেছিলেন।