অবসর ঘোষণা করেই পাকিস্তানি দলের মুখোশ খুলে দিলেন মহম্মদ হাফিজ, PCB-কে নিয়েও বিস্ফোরক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজ অবসর নিয়েছেন সদ্য। আর তারপরেই বোমা ফাটালেন তিনি। যারা দুর্নীতিতে যোগ দিয়ে ‘জেন্টেলম্যান গেম’-এর মানহানি করেছে, সেই সব ক্রিকেটারদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন হাফিজ। ১৮ বছরের কেরিয়ারে ইতি টেনে সোমবার সকালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৪১ বছর বয়সী মোহাম্মদ হাফিজ। ২০০৩ সালে পাকিস্তান ক্রিকেট দলের হয়ে তার অভিষেক হয়।

অবসরের পর সংবাদ সম্মেলনে পাকিস্তান দলের দুর্নীতি নিয়ে হাফিজ বলেছেন, ‘আমার কেরিয়ারের সবচেয়ে বড় ধাক্কা ছিল যখন আমি এবং আজহার আলী এই বিষয়ে সিদ্ধান্ত নিই। মহম্মদ হাফিজ স্পষ্ট করেছেন যে পিসিবি চেয়ারম্যান রামিজ রাজার বিবৃতির সাথে তার অবসরের কোন সম্পর্ক নেই। রামিজ রাজা বলেছিলেন যে হাফিজ এবং শোয়েব মালিকের বিশ্বকাপ ২০১৯ এর পরেই অবসর নেওয়া উচিত ছিল।

hafeez

এ বিষয়ে মহম্মদ হাফিজ বলেন, ‘২০১৯ বিশ্বকাপের পরই অবসর নেওয়ার কথা ভাবতে শুরু করেছি, কিন্তু আমার স্ত্রী, কিছু শুভাকাঙ্ক্ষী আমাকে খেলা চালিয়ে যেতে অনুরোধ করেছিলেন। আমার সাথে রামিজ রাজার কোনো সমস্যা নেই’। এরপরে হাফিজ আরও যোগ করেছেন, ‘রামিজ যা বলেছেন বা ভাবছেন, সেটা তার মতামত এবং আমি সবসময় আমার সমালোচকদের সম্মান করেছি। আমার কাজ হল মাঠে পারফরম্যান্স করে তাদের জবাব দেওয়া। আমি বোর্ডের কোনো সদস্যের কাছ থেকে খারাপ ব্যবহার করবো না।’

মহম্মদ হাফিজ পাকিস্তান দলের হয়ে ১০৫ টেস্ট ইনিংসে ৩৬৫২ রান করেছেন, যেখানে তিনি ২১৮ টি ওয়ান ডে খেলে ছয় হাজারের বেশি রান করেছেন। হাফিজ, ২০০৬ সালে টি টোয়েন্টি অভিষেক করেছিলেন, ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার শেষ ম্যাচ খেলেছিলেন। তিনি ১১৯ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ২৫১৪ রান করেছেন এবং বল হাতে ৬১ টি উইকেটও নিয়েছেন।

 

ad

Reetabrata Deb

সম্পর্কিত খবর