বাংলা হান্ট নিউজ ডেস্কঃ একের পর এক দিন কেটে যাচ্ছে এবং আসন্ন ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023) ক্রমশই এগিয়ে আসছে। সেই বিশ্বকাপে আয়োজক দেশ ভারতের পারফরম্যান্স কেমন হতে পারে সেই নিয়ে চলছে কাটাছেঁড়া। ভারতীয় দলের (Indian Cricket Team) সাম্প্রতিক প্রদর্শন যে একেবারেই সুবিধার নয় সেটা অস্বীকার করবে না কেউই। কিন্তু কিভাবে সেই সমস্যাগুলি কাটিয়ে ওঠে বিশ্বকাপের মঞ্চে ভালো পারফরম্যান্স করা সম্ভব সেই নিয়ে এক একজন, এক একরকম মত প্রকাশ করছেন।
এবার সেই তালিকায় নাম লেখালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। বিশ্বকাপের ভারতীয় দল কেমন হওয়া উচিত সেই নিয়ে কথা বলতে গিয়ে তিনি এমন একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন যা শোনার পর তাকে কিছু ব্যক্তি আক্রমণের মুখে পড়তে হয়েছে। কারণ এই মুহূর্তে ওডিআই ফরম্যাটে দুর্দান্ত ছন্দে থাকা ঈশান কিষাণকে তিনি নিজের প্রথম একাদশে রাখেননি। এই নিয়ে অবশ্য এখনই মারাত্মক আক্রমণের মুখে পড়তে হচ্ছে না তাকে। তিনি সমালোচিত হচ্ছেন মূলত তার আর একটি সিদ্ধান্তের জন্য।
ভারতের হয়ে ২০০৩ সালের ওডিআই বিশ্বকাপ খেলা মহম্মদ কাইফ নিজের পছন্দের যে ভারতীয় একাদশ বেছে নিয়েছেন সেখান থেকে তিনি বাদ দিয়েছেন এই মুহূর্তে অসাধারণ ফর্মে থাকা ফাস্ট বোলার মহম্মদ সিরাজকে। গত দুবছর ধরে এই ফরম্যাটে বল হাতে অসাধারণ ছন্দে রয়েছেন সিরাজ। তাও কেন তাকে বাদ দিয়েছেন কাইফ সেই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
তবে কাইফ এই ব্যাপারটি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে তিনি ধরে নিচ্ছেন বিশ্বকাপের আগে তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা সুস্থ হয়ে উঠবেন এবং যদি সত্যি তেমনটা হয় তাহলে বুমরার জুরিদার হিসেবে মহম্মদ শামিকেই প্রথম পছন্দ কাইফের। দুজনের একসঙ্গে বোলিং করার অভিজ্ঞতা এবং ভারতের মাটিতে পাওয়া সাফল্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে কাইফকে। আর বিশ্বকাপ যেহেতু উপমহাদেশে অনুষ্ঠিত হচ্ছে তাই দলে দুজন নিয়মিত ফাস্ট বোলারের বেশি কাউকে খেলানোর প্রয়োজন নেই বলেই মনে করছেন তিনি।
মহম্মদ কাইফের পছন্দের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি