মহঃ সেলিমের উপর হামলা? দুর্ঘটনার শিকার সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাম নেতার গাড়ি

বাংলা হান্ট ডেস্কঃ বর্ষীয়ান সিপিএম (CPIM) নেতা তথা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মহঃ সেলিমের (Md Salim) গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর বর্ষীয়ান এই বাম নেতা ফেসবুকে এসে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি এই ঘটনায় সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন। জানিয়ে দিই, ওনার গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বেসরকারি বাস এসে ধাক্কা মারে। এরপরই তিনি ফেসবুকে ঘটনার বিবরণ দেন।

রায়গঞ্জের প্রাক্তন সাংসদ মহঃ সেলিম ফেসবুকে একটি পোস্ট করে লেখেন, ‘ সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক সরকারি বাস হঠাৎ আমার গাড়িতে বেশ জোরেই আঘাত করে। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও আমি এবং আমার সহযাত্রী গাড়ি চালকের কোনরকম আঘাত লাগেনি। “আমাকে খুন করার চেষ্টা হচ্ছে” বলে ঘটনাকে কারো কারো মত অতিরঞ্জিত করতে চাই না। তবে সরকারের অবশ্যই পদক্ষেপ নিতে হবে। সরকারি বাসের চালক এমন প্রশিক্ষণপ্রাপ্ত অদক্ষ ব্যক্তি হবেন কেন ?”

https://www.facebook.com/salimcomrade/posts/1802235916584489

জানিয়ে বিগত কয়েকদিন ধরে রাজ্যে বিরোধী দলের নেতাদের উপর হামলা নিয়ে রাজনৈতিক পারদ চড়েছে। প্রথমে বিজেপির নেতা মণীশ শুক্লর খুন। আর ঠিক তাঁর একদিন পরেই বিজেপির আরেক নেতা শমিক ভট্টাচার্যের উপর হামলা। দুটি ঘটনার জন্য বিজেপি তৃণমূলকে দায়ি করেছে। যদিও শাসক দল সমস্ত অভিযোগ খারিজ করে দিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ত্বত্ত তুলে ধরেছে।

আর পরপর এই দুটি ঘটনা ঘটার পর সিপিএম নেতার গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। যদিও তিনি এই ঘটনার জন্য কাউকে দায়ি করতে চান নি। তবুও কোথাও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর