‘সর্ষের মধ্যে থাকা ভূত থেকে উদ্ধার পেতেই সন্তোষী মায়ের শরণে” মমতার সিঙ্গুর সফরকে কটাক্ষ সেলিমের

   

বাংলাহান্ট ডেস্ক : সিঙ্গুর আন্দোলনের সঙ্গে নাকি ওতোপ্রোতো ভাবে জড়িত সন্তোষী মা। আর তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দিতে চান সেখানে। এই ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী। আর আজ জঙ্গলমহল সফর শেষে সিঙ্গুরের সন্তোষী মাতা মন্দিরে পুজো দিতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

এবার মুখ্যমন্ত্রীর সন্তোষী মাতার মন্দিরে পুজো দেওয়ার বিষয়টিকে কটাক্ষ করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷ তিনি বললেন, বিপদে পড়েছেন বুঝেই সন্তোষী মায়ের মন্দিরে আশ্রয় নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিনের সাংবাদিক বৈঠকে এ নিয়ে সেলিম বলেন, আগে সিঙ্গুরে সর্ষে ছড়িয়েছিলেন মমতা৷ এখন বুঝতে পেরেছেন ভূত ছিল সেই সর্ষের মধ্যেই৷ তাই সেই বিপদ থেকে পরিত্রাণ পেতে এখন সন্তোষী মায়ের আশ্রয় নিচ্ছেন ৷

মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, সিঙ্গুরের কৃষকরা জমি ফেরত পেলে সেখানে সন্তোষী মায়ের মন্দির তৈরি করে দেবেন তিনি। সেই মন্দির তৈরি হওয়ার পর আজই প্রথমবার সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ আর তাঁর এই সিঙ্গুর যাত্রাকেই কটাক্ষ করেন মহম্মদ সেলিম ৷ তিনি বলেন, ‘সিঙ্গুরে সর্ষে ছড়িয়েছিলেন ৷ এখন বুঝে গেছেন ওই সর্ষের মধ্যেই ছিল ভূত৷ আমাদের অনেক লোক-দেবতা আছে ৷ অনেক আধুনিক দেবতারাও আছেন ৷ উনি সন্তোষী মায়ের আশ্রয় নিচ্ছেন ৷ এক একজন দেব-দেবী আছেন যাঁরা বরদান করেন ৷ আবার অনেক দেব-দেবী আছেন যাঁরা বিপদ থেকে পরিত্রাণ বা সংকট মোচন করেন ৷ বোঝাই যাচ্ছে উনি বিপদে পড়েই এই সব কাণ্ড করছেন ৷’

সেলিমের কথায়, সিপিআইএম চেয়েছিল সিঙ্গুরে কারখানা হোক ৷ কিন্তু, বিজেপি বলছে দেশজুড়ে মন্দির হোক ৷ তাই তৃণমূলও এখন মন্দির বানাচ্ছে বলেই অভিযোগ করেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক ৷ শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে চরম দুর্নীতির বিষয়ে মহম্মদ সেলিম বলেন করেন, বোঝাই যাচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং মন্দিরে রোজগার খুব বেশি ৷ তাই বিজেপি তৃণমূল কোনোও দলেরই উন্নয়নে নজর নেই।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর