বৃষ্টি থামতেই মাঠে নেমে ধূমপান আফগান ক্রিকেটারের! চারিদিকে সমালোচনার ঝড়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বৃষ্টির কারণে ম্যাচ থেমে যাওয়ার সময় ফের বা খেলা শুরুর অপেক্ষায় থাকা ক্রিকেটারদের অনেক সময়ই অনুশীলন করতে বা ওয়ার্ম আপ দেখা যায়। কখনও কখনও তারা বৃষ্টির দিকে চোখ রেখে চা এবং কফিতে চুমুক নিয়ে নিজেদের মধ্যে নানান আলোচনাও করে থাকেন। কিন্তু এবার এক ক্রিকেটারকে বৃষ্টির বিরতিতে মাঠে ধূমপান করতে দেখা গেছে। মাঠে ধূমপান করতে গিয়ে ধরা পড়েন আফগানিস্তানের তারকা ব্যাটসম্যান মহম্মদ শাহজাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সময় ঘটা এই ঘটনার ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

এই কারণে শাহজাদকে ম্যাচ কর্মকর্তারা ভৎসনা করেছেন এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আচরণবিধির ধারা ২.২০ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। প্রসঙ্গত চলতি বিপিএলে শাহজাদ মিনিস্ট্রিয়াল গ্রুপ ঢাকা দলের হয়ে খেলছেন।

৪ঠা ফেব্রুয়ারি মিনিস্টার গ্রুপ ঢাকার ম্যাচ ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। তবে বৃষ্টির কারণে সেই খেলাটি হয়নি। বৃষ্টি থামার পর বাকি খেলোয়াড়দের সাথে মাঠের অবস্থা ঘুরে দেখছিলেন শাহজাদ। এ সময় তাকে ওই কান্ড করতে দেখা যায়। বাংলাদেশ বোর্ড একটি বিবৃতি জারি করে বলেছে যে শাহজাদ তার ভুল স্বীকার করেছেন এবং শাস্তিও মেনে নিয়েছেন।

এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচিত হচ্ছেন শাহজাদ। এই ক্রিকেটার ক্ষমাও চেয়ে নিয়েছেন। কিন্তু তাতে ভবি আর ভোলবার নয়।


Reetabrata Deb

সম্পর্কিত খবর