দক্ষিণ আফ্রিকায় ভারতের শোচনীয় পারফরম্যান্স নিয়ে বিরক্ত শামি, দিলেন বিস্ফোরক বয়ান

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের পরাজয় নিয়ে বড় বিবৃতি দিলেন মহম্মদ শামি। ভারতীয় দল টেস্ট সিরিজে ২-১ ফলে এবং ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে হারের মুখ দেখেছিল। তবে ফাস্ট বোলার মহম্মদ শামি ওয়ান ডে সফরের স্কোয়াডে ছিলেন না। এমন পরিস্থিতিতে তিনি টেস্ট সিরিজে হার নিয়ে বক্তব্য রেখেছেন। দলটি সফরের প্রথম টেস্টটি জিতলেও শেষ দুই টেস্টে হারের মুখ দেখেছিল। এগিয়ে গিয়েও টেস্ট সিরিজে খোয়ানোর পর টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট কোহলি।

এক নামি সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে মহম্মদ শামি খোলাখুলি জানিয়ে দিয়েছেন যে, ব্যাটিং পারফরম্যান্স একেবারেই ভালো ছিল না বলে ভারতকে হারের মুখ দেখতে হয়েছে। তিনি বলেন, ‘ভুলে যাবেন না যে আমাদের বোলিং বিভাগ দুরন্ত পারফরম্যান্স করেছে। বেশিরভাগ ক্ষেত্রেই বোলাররা নিজেদের সেরাটা দিয়েছে। এটা একটা ইতিবাচক দিক।’

মহম্মদ শামি জানান শেষ দুটি ম্যাচেই ৫০-৬০ রান বেশি হলে ভারতের জেতার সুযোগ থাকত। ৩১ বছর বয়সী এই পেসার অবশ্য ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। তিনি বলেন যে শিগগিরই এসব ত্রুটি দূর হয়ে হবে। শামির ব্যাটিং নিয়ে অভিযোগের যথেষ্ট সঙ্গত কারণ রয়েছে। সেই সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ ২২৬ রান করেন লোকেশ রাহুল। কিন্তু প্রথম ইনিংসেই তিনি করেছিলেন ১২৩ রান। পরের ৫ ইনিংসে তিনি মাত্র ১২৩ রান করতে পারেন।

আরেক ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের পারফরম্যান্সও ছিল একই রকম। প্রথম ইনিংসে করেন ৬০ রান। কিন্তু এরপর আর কোনো ইনিংসে ৩০ রানের গন্ডি পেরোতে পারেননি তিনি। সিরিজে তিনি মাত্র ১৩৫ রান করেন। যেখানে চেতেশ্বর পূজারা ৬ ইনিংসে ১২৪ রান এবং অজিঙ্কা রাহানে ৬ ইনিংসে ১৩৬ রান করেন।

X