বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে শুরু হয়েছে আহমেদাবাদ টেস্ট (Ahmedabad Test)। এই টেস্টেই সিরিজের ফয়সালা হবে। ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) ভাগ্যও নির্ধারিত হবে এই টেস্টে। নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবিনেজ মাঠে উপস্থিত থেকে দুই দলের সাথে মিলিত হয়ে দেশের জাতীয় সংগীতে অংশগ্রহণ করেন এবং তারপর দুই অধিনায়কের হাতে বিশেষ টেস্ট ক্যাপ তুলে দেন। তারপর আরম্ভ হয়ে ম্যাচটি।
আজকের এই ম্যাচে অস্ট্রেলিয়া ট্রফি জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। এই ম্যাচেও তারা ৩ স্পিনার নিয়ে নেমেছে। ভারতীয় দলে ছিল কেবলমাত্র একটি পরিবর্তন। খুব বেশি বোলিং করার সুযোগ না পাওয়া মহম্মদ সিরাজের জায়গায় দলে এসেছেন দুর্দান্ত ছন্দে থাকা মহম্মদ শামি (Md Shami)। দিল্লি টেস্টে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।
আজ দলে ফিরেই ফের একবার নিজের জাত চিনিয়ে দিলেন শামি। নিজের প্রথম স্পেলে তিনি খুব একটা সফল হননি। বেশি রান না দিলেও ব্যাটারদের বিপাকে ফেলতে ব্যর্থ হয়েছিলেন। কিন্তু বল একটু পুরনো হওয়ার পর তাকে ফিরিয়ে আনেন রোহিত শর্মা। নিজের দ্বিতীয় স্পেলে আর অধিনায়ককে হতাশ করেননি তিনি।
নিজের দ্বিতীয় স্পেলে বর্তমানে টেস্ট ক্রিকেটে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা মার্নাস লাবুশানেকে ড্রেসিংরুমে ফেরত পাঠান তিনি। অসাধারণ ভঙ্গিতে তারকা অজি ব্যাটারকে বোল্ড করেন তিনি। চলতি বর্ডার গাভাস্কার ট্রফির লড়াই মূলত স্পিন বান্ধব পিচেই হয়েছে। এমন পিচেও নিজেকে যথেষ্ট কার্যকরী বলে প্রমাণ করেছেন তিনি।
Mohammed Shami cleaned up No.1 Test batter Marnus Labuschagne! pic.twitter.com/dcFDbYfRkX
— CricketMAN2 (@ImTanujSingh) March 9, 2023
লাঞ্চের আগে অস্ট্রেলিয়ার দুই উইকেট হারিয়ে ৭৫ রান তুলেছে ২৯ ওভার ব্যাটিং করার পর। বিপজ্জনক দেখাতে থাকা ওপেনার ট্র্যাভিস হেডকে (৩২) আউট করেছেন তিনি। প্রতিবেদনটি লেখার সময় দুই দল লাঞ্চের পরে দ্বিতীয় সেশনে মাঠে নেমে মরিয়া লড়াই করেছে। কিন্তু কোনও উইকেট ভারত পায়নি এই সেশনে ৬২ ওভার পর্যন্ত। স্টিভ স্মিথ (৩৮) ও উসমান খাওয়াজা (৬৫) অত্যন্ত ধীর গতিতে কিন্তু দৃঢ়ভাবে রান তুলে অস্ট্রেলিয়াকে চা পানের বিরতির আগে ১৪৯ রান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। প্রথমবার চলতি সিরিজে কোনও উইকেট না হারানোর ঘটনা ঘটেছে আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় সেশনে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা