অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনিংসে ৫ উইকেট, চার কিংবদন্তিতে ছুঁয়ে ফেললেন মহম্মদ সিরাজ

বাংলা হান্ট ডেস্কঃ গাব্বায় বল হাতে জ্বলে উঠলেন তরুণ ভারতীয় পেসার মহম্মদ সিরাজ (Mahammad Siraj)। ভারত ও অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের চতুর্থ দিনে বল হাতে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ কার্যত একাই ধ্বংস করে দিলেন মহম্মদ সিরাজ। পাঁচটি উইকেট নিয়ে ছুঁয়ে ফেললেন প্রাপ্তন তারকাদের। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে মাত্র 73 রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। এই নিয়ে পঞ্চম ভারতীয় হিসেবে গাব্বায় পাঁচটি উইকেট নিয়ে নজির গড়লেন সিরাজ।

এর আগে ভারতীয় বোলার হিসেবে জাহির খান, বিষেন সিং বেদী, এরাপল্লি প্রসন্ন, মদন লাল গাব্বায় পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন। 1968 সালে 104 রান দিয়ে 6 টি উইকেট নিয়েছিলেন এরাপল্লি প্রসন্ন। 1977 সালে 57 রান দিয়ে পাঁচটি উইকেট নিয়েছিলেন বিষেন সিং বেদী। সেই সিরিজেই 72 রান দিয়ে পাঁচটি উইকেট নিয়েছিলেন মদন লাল। জাহির খান 2003 সালে 95 রান খরচ করে পাঁচটি উইকেট নিয়েছিলেন। আর এবার 2021 সালে এসে 73 রান দিয়ে পাঁচটি উইকেট নিলেন মহম্মদ সিরাজ।

এই ম্যাচে ভারতের প্রধান পাঁচ বোলারই চোটের কারণে খেলতে পারেননি। তার সত্বেও 2008 সালের পর এই প্রথম অস্ট্রেলিয়াকে দুটি ইনিংসেই অলআউট করল ভারত। ভারতীয় বোলারদের মধ্যে এই সিরিজে সব থেকে বেশি উইকেট নিলেন মহম্মদ সিরাজ। তিন ম্যাচ খেলে তার দখলে 13 টি উইকেট। তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। তিনি নিয়েছেন 12 টি উইকেট, যদিও পিঠে ব্যথার কারণে চতুর্থ টেস্টে খেলতে পারেননি এই সিনিয়র স্পিনার। শক্তিশালী অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক টেস্ট সিরিজে মহম্মদ সিরাজের এমন দুর্দান্ত পারফরম্যান্স প্রশংসা কুড়িয়ে নিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর