বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ যখন ব্যাট করতে এসেছিলেন তখন ১১০ রানে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ধুঁকছে। সবাই প্রত্যাশা করছে যে বিরাট বড় ব্যবধানে জয় ভাবে ভারতীয় দল। কুলদীপের স্পিন সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন টম ল্যাথাম সহ দলের বাকি ব্যাটাররা। সেখান থেকে স্যান্টনারের সঙ্গে জুটি বেঁধে ভারতের মুখের গ্রাস প্রায় ছিনিয়ে নিয়েছিলেন মিচেল ব্রেসওয়েল।
আজ ব্যাট হাতে ৭৮ টি বল খেলেছেন তিনি। মেরেছেন ১২ টি চার ও ১০ টি ছক্কা। ১৪০ রান করে নিউজিল্যান্ডকে জয়ের অত্যন্ত কাছাকাছি নিয়ে এসেছিলেন ব্রেসওয়েল। কিন্তু সম্ভব হয়নি শেষপর্যন্ত ম্যাচ জেতা। কিন্তু ম্যাচ জিততে না পারলেও আজ গোটা বিশ্বের মন জিতে নিয়েছেন তিনি। পরের ম্যাচ থেকে তাকে নিয়ে সতর্ক থাকবে ভারত।
অপরজন ওডিআই দলে নিয়মিত হয়েছিলেন দলের মূল অভিজ্ঞ খেলোয়াড়রা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওই ফরম্যাটের প্রস্তুতিতে ব্যস্ত থাকায়। সেখান থেকে বুমরার অনুপস্থিতিতে ভারতীয় দলকে নতুন বল হাতে প্রবল ভরসা দিচ্ছেন মহম্মদ সিরাজ। উইকেট তোলার পাশাপাশি কৃপণ বোলিংও করে চলেছেন প্রতিদিন।
আজ বল হাতে দুটি মেডেন ওভার দেওয়ার পাশাপাশি নতুন বল হাতে, মাঝের ওভারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেথ ওভার মিলিয়ে মোট ৪ টি উইকেট তুলেছেন সিরাজ। আজ ঘরের মাঠে তার প্রথম ওডিআই ম্যাচের বোলিং দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন গোটা পরিবার। তাদেরকে হতাশ করেননি মহম্মদ সিরাজ।
ইতিহাস হয়তো এই ম্যাচটিকে মনে রাখবে শুভমান গিলের দ্বিশতরানের জন্য। কিন্তু এই দুজনের পারফরম্যান্স ভারতীয় ওপেনারের কীর্তির চেয়ে কোনও অংশে ছোট ছিল না। আজ নিজেদের পারফরমেন্স এর মধ্যে দিয়ে সমগ্র বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছেন দুজনেই।