ভারতীয় দলে সুযোগ পেতে মাথায় ঘাম পায়ে ফেলেছেন এই ক্রিকেটার, এখন নেতৃত্ব দেবেন বোলিং-কে

বাংলার হান্ট নিউজ ডেস্ক: ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ। ওয়ান ডে সিরিজের পর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এই সফরে চোট কাটিয়ে একজন প্রতিভাবান ভারতীয় ক্রিকেটার দলে ফিরেছেন। যিনি দক্ষিণ আফ্রিকা সফরে চোটের জন্য সীমিত ওভারের সিরিজের বাইরে ছিলেন। তবে এখন তিনি ভারতীয় বোলিং লাইন আপ-কে নেতৃত্ব দেবেন।

দীর্ঘদিন ওয়ান ডে এবং টি-টোয়েন্টি দলের বাইরে থাকার পর, মহম্মদ সিরাজ সুযোগ পেয়েছেন এবং এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হাত ঘোরানোর সুযোগ পাচ্ছেন। ফাস্ট বোলিংয়ে সিরাজের সাথে জুটি বাঁধতে চলেছেন দীপক চাহার, শার্দুল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণা, আভেশ খান এবং হর্ষাল প্যাটেলের মতো ফাস্ট বোলাররা। একটা সময় ছিল যখন ওয়ান ডে ও টি-টোয়েন্টি দলের নির্বাচকরা সাদা বলের যোগ্যই মনে করতেন না সিরাজ-কে। তবে সেই পরিস্থিতি আমূল পরিবর্তন ঘটেছে।

md. siraj 1

শেষ দুবছর ধারাবাহিক ভাবে পারফরম্যান্স করে গেছেন সিরাজ। বর্তমান সময়ে টেস্ট স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ এই তরুণ পেসার। কিন্তু, সিরাজের কেরিয়ার যেভাবে শুরু হয়েছিল, কেউ কল্পনাও করেনি যে তিনি এখানে পৌঁছাতে পারবেন। কারণ ওয়ান ডে ও টি-টোয়েন্টি দলে কখনোই সিরাজ প্রথম দলে আসার যোগ্য ছিলেন না শুরুর দিকে।

একসময় যখন মনে হচ্ছিল সিরাজের কেরিয়ার ঠিকঠাক শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে তখনই সকলকে অবাক করে বিরাট কোহলি তাকে ২০২০-২১ সালের অস্ট্রেলিয়া সফরে সুযোগ দিয়েছিলেন। এর পরে শুধু কথা বলেছে সিরাজের পারফরম্যান্স। সিরাজ ১২টি টেস্ট ম্যাচ খেলে ৩৬ টি উইকেট নিয়েছেন। এবার সীমিত ওভারের ক্রিকেটেও নিজের পরিসংখ্যানের উন্নতি করতে মরিয়া সিরাজ।


Reetabrata Deb

সম্পর্কিত খবর