মাঝ আকাশে বিপত্তি! বিপদ বুঝেই নামানো হল প্রধানমন্ত্রীর বিমান….

বাংলা হান্ট ডেস্কঃ মাঝ আকাশেই ভয়ঙ্কর বিপদে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ অচমকাই যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়ে প্রধানমন্ত্রী (Narendra Modi)বিমান। শেষ পাওয়া খবর অনুযায়ী দেওঘর বিমানবন্দরেই আটকে আছে তাঁর বিমান।

নামানো হল নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিমান

সূত্রের খবর, এদিন আকাশ থেকে জরুরী ভিত্তিতে নামিয়ে আনা হয় প্রধানমন্ত্রীর বিমান। জানা যাচ্ছে যান্ত্রিক কোনো সমস্যার কারণেই তাঁর বিমান হঠাৎ করেই অবতরণ করানো হয়েছে। জানা গিয়েছে আপাতত দেওঘর বিমানবন্দরেই অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী। তাই এই মুহূর্তে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বিমানবন্দর সংলগ্ন এলাকা।

জানা যাচ্ছে, নির্বাচনী প্রচারের জন্যই ঝাড়খন্ডের একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন নমো। ইতিমধ্যেই ঝাড়খন্ডের প্রথম দফার নির্বাচন শেষ হচ্ছে। আগামী বুধবার আদিবাসী অধ্যুষিত এই রাজ্যে দ্বিতীয় তথা অন্তিম পর্বের ভোটগ্রহণ পর্ব।

আরও পড়ুন : মুকেশ আম্বানির বড় চমক! স্ত্রী নীতাকে উপহার দিলেন ৭০০০০০০০০০০০ কোটির কোম্পানি

Narendra Modi

তার আগেই শুক্রবার এই রাজ্যে নির্বাচনী প্রচার সারতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। দু’টি জনসভা করে দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল তাঁর।সেখান থেকেই দিল্লিতে ফিরছিলেন তিনি। কিন্তু মাঝ আকাশেই ঘটে বিপত্তি। কোনো একটা যান্ত্রিক সমস্যা হচ্ছে বুঝতে পেরেই জরুরি ভিত্তিতে দেওঘর বিমানবন্দরে প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করানো হয়।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর