দুঃসংবাদ! আজ থেকেই বেশি দামে কিনতে হবে ৮০০ টি ওষুধ, সুগার থেকে শুরু করে সর্দি, তালিকায় সবই

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আজ থেকে শুরু হচ্ছে নতুন আর্থিক বছর। আর আর্থিক বছরের শুরুতেই বড় ধাক্কা সাধারণ মানুষের জন্য। প্রেসার, সুগারসহ ৮০০টি ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে আজ থেকে। নতুন এই দাম কার্যকর হচ্ছে ১লা এপ্রিল থেকেই। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে আজ থেকে দাম বৃদ্ধি পাচ্ছে ৮০০ ওষুধের।

ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, ৮০০টি ওষুধের দাম বাড়তে চলেছে ১লা এপ্রিল থেকে। এইগুলির মধ্যে রয়েছে রক্তচাপ, মধুমেহ থেকে ভিটামিন, কোলেস্টেরল, জ্বর, সর্দি-কাশির ওষুধও। পাশাপাশি দাম বাড়তে চলেছে স্টেরয়েড, অ্যন্টিবায়োটিক ও পেইনকিলারেরও।

আরোও পড়ুন : ‘ফার্স্ট’ সুকান্ত মজুমদার, বাংলা থেকে নেই আর কেউ! কোন তালিকায় ‘টপ’ করলেন BJP সাংসদ?

নতুন আর্থিক বছর থেকে ওষুধগুলির দাম বৃদ্ধি পেলেও সেগুলি খুবই কম হারে বৃদ্ধি পেয়েছে। এই ওষুধগুলোর দাম পুরনো দামের থেকে ০.০০৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে কেন্দ্রের তরফে ২০২২-২০২৩ অর্থবর্ষে ১০ শতাংশ হারে এবং ২০২৩-২৪ অর্থবর্ষে ১২ শতাংশ হারে ওষুধের দাম বৃদ্ধির ছাড়পত্র দেওয়া হয়।

234470 medicines

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার ওষুধের দাম বৃদ্ধি নিয়ে আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদিকে। মুখ্যমন্ত্রী বলেন,  “১ এপ্রিল থেকে ৮০০টি জীবনদায়ী ওষুধের দাম বাড়ছে। আমি সংবাদমাধ্যমে দেখলাম। হার্টের ওষুধ থেকে হিমোগ্লোবিনের ওষুধ -সব ওষুধের দাম বাড়ানো হচ্ছে।”

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X