বাংলা হান্ট ডেস্কঃ মেদিনীপুর মেডিক্যাল কলেজে (Medinipur Medical College) প্রসূতি মৃত্যুর ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এই স্যালাইন কাণ্ডের জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। এই আবহে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেন, মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপার, সিনিয়র ও জুনিয়র চিকিৎসক সহ মোট ১২ জনকে সাসপেন্ড করা হচ্ছে। এবার জানা গেল, ডাক্তারদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে।
স্যালাইন কাণ্ডে কড়া পদক্ষেপ সিআইডির (Medinipur Medical College)!
প্রসূতি মৃত্যুর এই ঘটনার জেরে সাসপেন্ডেড ডাক্তারদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে তদন্তকারী সংস্থা সিআইডি। জানা যাচ্ছে, মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতির মৃত্যুর পর স্বাস্থ্য দফতরের তরফ থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত হয়। সংশ্লিষ্ট রিপোর্টের ভিত্তিতে গতকাল রাতে পশ্চিম মেদিনীপুরের ডেপুটি সিএমওএইচের অভিযোগ করেন। তার ওপর ভিত্তি করে মেদিনীপুরের কোতোয়ালি থানায় দায়ের করা হয় এফআইআর।
প্রসূতি মৃত্যুর এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে সিআইডি (CID) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উক্ত গোয়েন্দা সংস্থা সম্পূর্ণ ঘটনার তদন্তভার নিয়েছে। পাশাপাশি তারা কেস ডায়েরিও হাতে নিয়েছে। জানা যাচ্ছে, সাসপেন্ডেড চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারা ছাড়া কর্তব্যে গাফিলতি ও কাউকে জেনেবুঝে বিপদে ফেলার মতো ধারাতেও মামলা করা হয়েছে।
আরও পড়ুনঃ অনন্যার ‘হাতি বাড়ি’ নিয়ে বিতর্ক! অবশেষে মুখ খুললেন ফিরহাদ! বললেন, ‘শাসকদলের কাউন্সিলর বলে…’
এদিকে স্যালাইন কাণ্ড নিয়ে গতকালই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর মেডিক্যাল কলেজের (Medinipur Medical College) সুপার সহ সিনিয়র ও জুনিয়র ডাক্তার মিলিয়ে মোট ১২ জনকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন তিনি। কাদের কাদের সাসপেন্ড করা হচ্ছে, নাম উল্লেখ করে তা জানান মুখ্যমন্ত্রী।
মমতা গতকাল বলেন, ‘একই সময়ে সরকারি হাসপাতালেও কাজ করব আর বেসরকারি হাসপাতালেও করব, এটা হতে পারে না’। মুখ্যমন্ত্রী জানান, তিনি জানতে পেরেছেন, চিকিৎসক দিলীপ পাল সেদিন হাসপাতালের বাইরে অস্ত্রোপচার করছিলেন।
এখানেই শেষ নয়! মেদিনীপুর মেডিক্যাল কলেজের (Medinipur Medical College) ঘটনার প্রেক্ষিতে মমতার (Mamata Banerjee) কড়া নির্দেশ, এবার থেকে রাজ্যের সব হাসপাতালের ওটির দরজা অবধি সিসিটিভি লাগাতে হবে। ‘গেট অবধি কে যাচ্ছে, কারা কতক্ষণ ওটিতে থাকছে, সেটাও তো দেখতে হবে। যদি কেউ না করেন, বলুন, দয়া করে অন্য জায়গায় চলে যান’, বলেন মুখ্যমন্ত্রী।