বাংলা হান্ট ডেস্কঃ বহু প্রতীক্ষিত কলকাতা পুরসভার ভোটগ্রহণ চলছে রবিবার। সকাল থেকে কয়েকটি জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। আর এরই মধ্যে বিজেপির মহিলা প্রার্থীর ব্লাউজ ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
জোড়াবাগানের ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের ব্লাউজ ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মহিলা প্রার্থীর সঙ্গে এমন অভব্য আচরণের অভিযোগ পেতেই নড়েচড়ে বসেছে কমিশন। প্রাপ্ত খবর অনুযায়ী, ভোটের দিন সকালে বুথে গিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া কেমন চলছে তা খতিয়ে দেখেছিলেন মীনাদেবী। আর তখনই তাঁর উপর হামলা হয়।
অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বুথ দখলের চেষ্টা করছিল, তাঁদের বাধা দিতে গেলেই মীনাদেবীর উপর হামলা হয়। বিজেপির মহিলা প্রার্থী জানিয়েছেন, একদল দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। তাঁকে হেনস্থা করে এবং সেই সময় তাঁর ব্লাউজ ছিঁড়ে দেয় তাঁরা।
মহিলা প্রার্থীর উপর ঘটে যাওয়া এমন ঘটনার পর নড়েচড়ে বসেছে কমিশন। তাঁরা ইতিমধ্যে এই ঘটনায় রিপোর্ট তলব করেছে। তবে শুধু মীনাদেবীকেই নয়, জোড়াবাগানের নির্দল প্রার্থীকেও মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। যদিও এই বিষয়ে সেখানকার তৃণমূল প্রার্থী শ্যামপ্রকাশ পুরোহিতের কোনও প্রতিক্রিয়া মেলেনি।