প্রাপ্য সম্মান টুকুও পাননি, লাইমলাইটের আড়ালেই বিদায় নেন পর্দার দজ্জাল শাশুড়ি মীনাক্ষী গোস্বামী

বাংলাহান্ট ডেস্ক : বাংলা সিনেমা জগতের একজন প্রতিভাবান অভিনেত্রী ছিলেন মীনাক্ষী গোস্বামী (Meenakshi Goswami)। যথেষ্ট অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও বাংলা ছবির দজ্জাল শাশুড়ি হয়েই রয়ে গেলেন তিনি। সে সময়কার প্রথম সারির প্রায় সব অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেই কাজ করেছেন তিনি। প্রতিটি ছবিতে নিজের অনস্ক্রিন চরিত্রের প্রতি সুবিচার করেছেন। দর্শকদের থেকেও কম গঞ্জনা শোনেননি অত্যাচারী শাশুড়ি চরিত্রে অভিনয়ের জন্য। কিন্তু ইন্ডাস্ট্রি তাঁকে যোগ্য সম্মান দেয়নি।

ছোট থেকে খেলাধুলোয় আগ্রহী ছিলেন মীনাক্ষী গোস্বামী (Meenakshi Goswami)

১৯৩৩ সালে এলাহাবাদে জন্ম মীনাক্ষী গোস্বামীর (Meenakshi Goswami)। জানলে অবাক হবেন, ছোট থেকে কিন্তু অভিনয় নয়, বরং খেলাধুলোতেই ছিল তাঁর আগ্রহ। ভালো ভলিবল খেলতেন, ছিলেন দক্ষ সাঁতাড়ুও। সাঁতারের প্রতিযোগিতায় অংশ নিতে রাশিয়াও গিয়েছিলেন তিনি। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েও নিয়মিত খেলাধুলোর সঙ্গে যুক্ত ছিলেন মীনাক্ষী গোস্বামী (Meenakshi Goswami)। কিন্তু স্পোর্টস নিয়ে ভবিষ্যতে এগোতে পারেননি তিনি। কিছু শারীরিক সমস্যার জন্য ক্রীড়াজগৎ ছাড়তে হয় তাঁকে।

আরো পড়ুন : না চাইতেও ফেরাতে হচ্ছে সবাইকে, বিয়ের ১৩ দিন আগে ক্ষমা চাইলেন কেন রূপসা?

অভিনয়ে আসা কীভাবে

মীনাক্ষী গোস্বামীর (Meenakshi Goswami) অভিনয় জগতে আসা বেশ অদ্ভূত ভাবে। ১৯৮০ সালে পিপলস লিটল থিয়েটারে যোগ দেন তিনি। অভিনয়ের পাশাপাশি শেখেন নাচ। ওই বছরই ‘দক্ষযজ্ঞ’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু মীনাক্ষী গোস্বামীর (Meenakshi Goswami) পরিচিতি পান উত্তম কুমার অভিনীত ‘ওগো বধূ সুন্দরী’ ছবি থেকে। এই ছবিতে মিস লোলা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই ছবির পর থেকেই বিভিন্ন ছবির জন্য প্রস্তাব পেতে শুরু করেন মীনাক্ষী গোস্বামী( Meenakshi Goswami)।

আরো পড়ুন : থাকবেন না শ্বশুরবাড়িতে, রুবেলকে বিয়ের আগেই বড় সিদ্ধান্ত নিলেন শ্বেতা

ছিলেন পর্দার দজ্জাল শাশুড়ি

বাবা কেন চাকর, ছোট বউ, শ্বেত পাথরের থালা, মায়া মমতার মতো ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে মীনাক্ষী গোস্বামীকে (Meenakshi Goswami)। কিন্তু প্রায় সব ছবিতেই দজ্জাল, অত্যাচারী শাশুড়ির ভূমিকাতেই অভিনয় করেছেন তিনি। একটু বেশি বয়সে অভিনয় জগতে পা রাখায় শাশুড়ির চরিত্রেই শুধু অভিনয়ের সুযোগ পেয়েছিলেন মীনাক্ষী গোস্বামী (Meenakshi Goswami)। তবুও প্রতিটি চরিত্রেই নিজস্ব ছাপ রেখেছেন তিনি।

Meenakshi Goswami

২০১২ সালের ৮ ই মার্চ প্রয়াত হন মীনাক্ষী গোস্বামী (Meenakshi Goswami)। কিন্তু শেষ জীবনে নিজের প্রাপ্য সম্মান পাননি তিনি। তাঁর মৃত্যুর পর না তাঁকে নিয়ে হয়েছিল তেমন লেখালেখি আর না হয়েছিল কোনো শোকসভার আয়োজন। নীরবেই ইহজগৎ ত্যাগ করেন একজন প্রতিভাবান অভিনেত্রী।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর