আনিস হত্যাকাণ্ডের প্রতিবাদে বামেদের মিছিলে তুলকালাম, গ্রেফতার মীনাক্ষী মুখোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্কঃ হাওড়ার ছাত্রনেতা আনিস খানের হত্যার প্রতিবাদে বাম ছাত্র, যুবরা তাদের আওয়াজ আরও জোরালো করে তুলছে। শনিবার এই হত্যাকাণ্ডের প্রতিবাদে পাঁচলায় একটি মিছিলও করে তাঁরা। আর সেই মিছিল ঘিরেই ধুন্ধুমার কাণ্ড ঘটে। শনিবার হাওড়া গ্রামীণের পুলিশ সুপার কার্যালয়ে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় বামেদের ছাত্র সংগঠন SFI ও যুব সংগঠন DYFI।

সেই মিছিল থেকে ইট ছোঁড়ার অভিযোগ ওঠে বামেদের বিরুদ্ধে। এমনকি সেই ইটের আঘাতে কয়েকজন পুলিশকর্মী আহতও হয়েছেন বলে জানা যায়। এরপরই পুলিশ তৎপর হয়ে বাম যুব সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য সহ কয়েকজনকে গ্রেফতার করে।

   

শুধু হাওড়াতেই না, কলকাতাতেও আনিস হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল করে বামেরা। এদিনের মিছিলে পা মেলান সূর্যকান্ত মিশ্র ও বিমান বসুরা। তাদের সকলের হাতেই ছিল বড়বড় হোর্ডিং। বামেদের অভিযোগ, আনিস হত্যাকাণ্ড মামলায় প্রশাসনের উপর মহলের হাত রয়েছে। দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানায় তাঁরা।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর