এই বয়সেও ধরে রেখেছেন যৌবনের চাকচিক‍্য, বলিউড তারকাদের টেক্কা দিতে পারেন উর্বশী রাউতেলার মা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: হানি সিংয়ের একটি মিউজিক ভিডিও বদলে দিয়েছিল জীবন। তারপর থেকে আর থমকে দাঁড়াতে হয়নি উর্বশী রাউতেলাকে (urvashi rautela)। কেরিয়ারের চাকা গড়িয়েছে বাধাহীন ভাবে। হ‍্যাঁ, অভিনয়ে তেমন হাত পাকাতে পারেননি ঠিকই, তবে তাঁর জনপ্রিয়তা কোনো বলিউড তারকার থেকে কম নয়। সোশ‍্যাল মিডিয়া থেকেই মূলত খ‍্যাতির সিংহ ভাগটা পান উর্বশী।

অভিনয় দক্ষতা দিয়ে নয়, বরং নিজের সুন্দর মুখশ্রী ও দুরন্ত ফিগারের জোরেই বড়সড় ফ‍্যানবেস বানিয়ে নিয়েছেন তিনি। এই উর্বশীই যখন নিজের মায়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ছবি শেয়ার করলেন তখন হতভম্ব হয়ে গিয়েছিলেন নেটনাগরিকরা। উর্বশীর এই সৌন্দর্যের রহস‍্য লুকিয়েছিল ওই পোস্টেই।


উর্বশীর মা মীরা রাউতেলার (meera rautela) ছবি দেখেই স্পষ্ট, মেয়ে মায়ের রূপই পেয়েছে। এই বয়সেও তাঁর গ্ল‍্যামার উপচে পড়ছে। এক ঝলক দেখে বলা মুশকিল যে তিনি উর্বশীর মা। বরং দুজনকে দুই বোন বলেও ভুল করা অসম্ভব নয়। তরুণ বয়সের চাকচিক‍্য এখনো দিব‍্যি ধরে রেখেছেন মীরা রাউতেলা।

মেয়ে তারকা হওয়ার দরুন ফ‍্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে বেশ ভালোই বোঝাপড়া হয়ে গিয়েছে মায়ের। কেতাদুরস্ত পোশাকে ফটোশুটে মেয়েকে টেক্কা দেওয়ার জোগাড় করেন মা মীরা। তিনি নিজেও সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নিজের ছবি তো শেয়ার করেনই, পাশাপাশি উর্বশীরও ছবি, ভিডিও শেয়ার করেন নিজের ইনস্টা হ‍্যান্ডেলে।


প্রসঙ্গত, সানি দেওলের বিপরীতে ‘সিং সাহেব দ‍্য গ্রেট’ ছবির মাধ‍্যমে বলিউডে অভিষেক করেন উর্বশী রাউতেলা। সানির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর গ্রেট গ্র‍্যান্ড মস্তি ও হেট স্টোরি ৪ এও অভিনয় করেন উর্বশী। তবে এতদিন বলিউডে থেকেও খুব বেশি ছবিতে অভিনয় করতে পারেননি তিনি। যদিও পরিচয় ও খ‍্যাতির পরিসর অনেকটাই বেড়েছে উর্বশীর।

X