পাঁচ বছরে সম্পত্তি বেড়েছে ৮৫০ শতাংশ! এবার গৌতম আদানির সেই দাদার বিরুদ্ধেই গুরুতর অভিযোগ

বাংলাহান্ট ডেস্ক : ভাই ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি, গৌতম আদানি (Gautam Adani)। অবশ্য তিনি নিজেও কম কিছু নন। সবচেয়ে ধনী প্রবাসী ভারতীয় (NRI) তিনি। তিনি বিনোদ আদানি (Binod Adani)। আইআইএফএল (ইন্ডিয়া ইনফো লাইন ফিনান্স লিমিটেড) (IIFL) অনুসারে তাঁর কাছে যে সম্পত্তি আছে তার পরিমাণ হলো ১ লক্ষ ৬৯ হাজার কোটি টাকার সমান। প্রবাসী ভারতীয়দের সবচেয়ে ধনী হলেও, ভারতে তাঁর স্থান ষষ্ঠ।

তিনি দুবাই, সিঙ্গাপুর জাকর্তায় ব্যবসা করেন। হুরুন ইন্ডিয়া সূত্র অনুযায়ী, ২০২১ সাল থেকে বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৮% বেড়েছে। টাকার হিসেবে যার পরিমাণ প্রায় ৩৭ হাজার ৪০০ কোটি টাকা এবং ওই বছর তিনি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে অষ্টম স্থান অধিকার করেন। গত এক বছরে তাঁর এতটাই লাভ হয়েছে যে তিনি সোজা অষ্টম স্থান থেকে ষষ্ট স্থান অধিকার করেন।

   

পাশাপাশি ২০১৭ সাল থেকে ২০২২ পর্যন্ত তাঁর সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় ৮৫০%, যার টাকার হিসেব করলে দাঁড়ায় প্রায় ১ লক্ষ ৫১ হাজার ২০০ কোটি টাকার সমান। মজার বিষয় এই যে ২০১৮ সালেও তিনি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে ৪৯তম স্থানে ছিলেন এবং মাত্র ৪ বছরের মধ্যেই তিনি উঠে আসলেন ষষ্ঠ স্থানে। ২০২২ সালের হুরুন রিপোর্ট অনুযায়ী, পৃথিবীর সবচেয়ে ১০ জন ধনী ব্যক্তিদের সম্পত্তি হিসেব করলে যা বেরোয় তার ৪০% ই এই দুই আদানি ভাইয়ের। বিনোদ আদানি তাঁর বাবার মতোই টেক্সটাইলের ব্যবসা করেন।

Gautam and binod

তবে, গৌতম আদানি ৮০র দশকের সময় থেকে হীরের ব্যবসা শুরু করেন। বিনোদ আদানি ১৯৭৬ সালে মুম্বইয়ের ভিওয়াণ্ডিতে বিদ্যুৎচালিত কাপড়ের কল দিয়ে নিজের কাপড়ের ব্যবসা শুরু করেন। তারপরে তা ছড়িয়ে পড়ে দেশে বিদেশে। তবে শুধু সাফল্য নয় নানা বিতর্কেও জড়িয়েছেন তিনি। ২০২১ এ তাঁর নাম জড়িয়ে যায় কালো টাকার ধান্দায়। এছাড়া ২০১৬ সালে পানামা রিপোর্টেও তাঁর নাম ছিল। শোনা গেছিলো কর প্রদান না করার জন্য এইসব কারচুপি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর