বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রত্যেকের কাছে সফলতার নিজস্ব সংজ্ঞা থাকতে পারে। ভারতের সবচেয়ে মূল্যবান স্টার্টআপ সংস্থা বাইজুস-এর প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রন বিশ্বাস করেন যে সাফল্য হল শুধুমাত্র নিজের চারপাশে ইতিবাচক পরিবেশ তৈরি করা। আপনি যে কাজই পছন্দ করুন না কেন, আপনি চাইলে সেটিকে একটি সফল ব্যবসায় রূপান্তরিত করতে পারেন। রবীন্দ্রনও ইতিমধ্যেই তার দর্শন প্রমাণ করেছেন। তিনি জ্যাক মা-র মতো একজন শিক্ষক হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন এবং আজ তাঁর সংস্থার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১,৫৮,৪৪৪ কোটি টাকা।
চার-পাঁচ বছর আগে, রবীন্দ্রন একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি দৈবক্রমে ইঞ্জিনিয়ার হয়েছিলেন, কিন্তু শিক্ষকতা তাঁর প্রথম পছন্দ ছিল। আর সেই পছন্দই তাকে ভবিষ্যতে একজন উদ্যোক্তা করে তোলে। রবীন্দ্রনের এই বক্তব্য চীনের বিখ্যাত ব্যবসায়ী জ্যাক মা-র সঙ্গে মিলে যায়। জ্যাক মাও এক সময় স্কুলশিক্ষক ছিলেন এবং স্কুলে শিশুদের ইংরেজি পড়াতেন। পরে তিনি ইন্টারনেটের গুরুত্ব বুঝতে পেরে এর সদ্ব্যবহার করেন। ইন্টারনেট-ভিত্তিক ই-কমার্স কোম্পানি আলিবাবা তাকে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত করেছিল।
রবীন্দ্রনের স্টার্টআপ কোম্পানি বাইজুস গত মাসে সিরিজ ফান্ডিং-এ ৩৬৩ মিলিয়ন পাউন্ড অর্থাৎ প্রায় ২,৭০০ কোটি টাকা পেয়েছে। এই ফান্ডিং রাউন্ডে, বাইজু এর মূল্য আনুমানিক ২১ বিলিয়ন অর্থাৎ প্রায় ১৫৮ হাজার কোটি টাকা। এর আগে, অক্টোবরে বাইজুস-এর মূল্য ছিল ১৮ বিলিয়ন এবং কোম্পানিটি ততদিনে ভারতের সবচেয়ে মূল্যবান স্টার্টআপে পরিণত হয়ে গিয়েছিল
২০০৮ সালে রবীন্দ্রনের কোম্পানির যাত্রা শুরু হয়। বেঙ্গালুরু-সদর দফতরের এই সংস্থাটি ২০১৫ সালে অ্যাপ লঞ্চের পরে জনপ্রিয়তা আরো বাড়িয়েছে৷ বর্তমানে এই কোম্পানিটি প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করে। এছাড়াও, এই সংস্থাটি আইআইটি জয়েন্ট এন্ট্রান্স থেকে ইউপিএসসি-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনলাইন প্রস্তুতিও সরবরাহ করে। বাইজুর দাবি প্রায় পাঁচ কোটি রেজিস্টার্ড ছাত্র তাদের গ্রাহক হয়েছে।
বাইজুস নিজেদের আরও জনপ্রিয় করতে বলিউডের বাদশা শাহরুখ খানকে দিয়েও বিজ্ঞাপন করায়। শাহরুখ খান এমনই একটি অভিনেতা, যিনি কোনও সাধারণ ব্র্যান্ডের অ্যাম্বাসাডার হন না। যেহেতু বাইজুস এখন আর কোনও সাধারণ ব্র্যান্ড নয়, তাই শাহরুখ খান এখন এই লার্নিং প্ল্যাটফর্মের হয়ে প্রচার করেন এবং নিজেও কোটি কোটি টাকা আয় করেন।