সৃজিত এর ছবিতে করেছেন অভিনয়, যিশুর ছোট্ট মেয়ে সারা এখন লাস্যময়ী সুন্দরী!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: যিশু সেনগুপ্তকে (Jisshu Sengupta) তো সকলেই চেনেন। বাংলা, হিন্দি, তেলুগু সব ভাষাতেই নিজের অভিনয়ের ছাপ রাখছেন তিনি। এই মুহূর্তে টলিউডের সবথেকে প্রতিভাবান অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম। তবে এই প্রতিবেদন যিশুকে নিয়ে নয়। বরং তাঁর বড় মেয়ে সারা সেনগুপ্তকে (Sara Sengupta) নিয়ে। বাবার জুতোয় পা গলিয়ে তিনিও ইতিমধ্যেই পা রেখেছেন অভিনয়ে।

দুই মেয়ের বাবা যিশু। সারা এবং ছোটটির নাম জারা। বড় জনের টলিউডে ডেবিউ সারা হয়ে গিয়েছে। অনেক কম বয়সেই সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘উমা’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সারা। তাঁর অনস্ক্রিন বাবার চরিত্রেও দেখা মিলেছিল যিশুর। একটি ছবিতেই প্রায় গোটা টলিউডকে একত্রিত করেছিলেন সৃজিত। কিন্তু তাবড় অভিনেতা অভিনেত্রীদের সামনেও ওই কম বয়সে সারার প্রথম অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের।

jisshu sara

তারপর থেকে অবশ্য আর কোনো ছবিতে দেখা যায়নি সারাকে। তবে সোশ্যাল মিডিয়ায় নিজস্ব অ্যাকাউন্টে মাঝে মধ্যে ছবি শেয়ার করতে থাকেন তিনি। বড় হয়ে ভোলই পালটে গিয়েছে তাঁর। মিষ্টি সারা এখন রীতিমতো সুন্দরী। ছোট্ট থেকে এখনো পর্যন্ত তাঁর ট্রান্সফরমেশন স্পষ্ট প্রতিটি ছবিতেই। বড় হয়ে কার্যত বাবার মতোই দেখতে হয়েছে সারাকে।

sara sengupta

ইনস্টাগ্রামে বেশ ভালো সংখ্যক ফলোয়ার রয়েছে সারার। নিজের ছবি, পরিবারের ছবি ছাড়াও নিজের ব্যক্তিগত জীবনেরও ছোটখাট মুহূর্তের ঝলক তিনি দেখান নেটমাধ্যমে। আপাতত পড়াশোনা নিয়েই ব্যস্ত সারা। ছোটবেলায় অভিনয়ে ডেবিউটা করে রাখলেও টলিউডে পা রাখার কথা আর শোনা যায়নি তাঁর বা যিশুর মুখে।

jisshu daughter sara

তবে সারার অভিনয় দক্ষতার সঙ্গে ইতিমধ্যেই পরিচয় হয়েছে দর্শকদের। বাবার যোগ্য মেয়েই হয়ে উঠেছেন তিনি। উপরন্তু অধিকাংশেরই মতে, সৌন্দর্যের দিক দিয়েও সারা টেক্কা দিতে পারেন বেশিরভাগ টলিউড নায়িকাকে। ভবিষ্যতে কি তিনিও বাবার দেখানো পথেই পা রাখবেন? উত্তর রয়েছে সময়ের কাছে।

X