সুপুরুষ হওয়ার পাশাপাশি কামান কোটি টাকা! কোনো বলিউড অভিনেতার থেকে কম নন ক‍্যাটরিনার দেহরক্ষী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড তারকাদের জন‍্য রক্ষাকবচ হিসেবে কাজ করেন ব‍্যক্তিগত দেহরক্ষীরা (bodyguard)। ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা অভিনেত্রীরা দেহরক্ষী ছাড়া এক পাও এদিক থেকে ওদিক করেন না। আর তারকাদের ব‍্যক্তিগত রক্ষাকবচ হওয়ার দৌলতে তাদের পকেটেও ঢোকে বেশ মোটা অঙ্কের টাকা। আজ চিনে নিন এমনি একজন কোটিপতি দেহরক্ষীকে।

ক‍্যাটরিনা কাইফের (katrina kaif) দেহরক্ষীর নাম দীপক সিং (deepak singh)। অভিনেত্রী যেমন সুন্দরী, তাঁর দেহরক্ষীও কারোর থেকে কম যান না। পেশিবহুল শরীর এবং সুপুরুষ চেহারা নিয়ে যেকোনো অভিনেতাকে কড়া টক্কর দিতে পারেন দীপক। ছয় ফুটের লম্বা শরীর দিয়ে সর্বক্ষণ ক‍্যাটরিনাকে বর্মের মতো রক্ষা করেন তিনি। বিমানবন্দর হোক বা শুটিং সেট কিংবা ছবির স্ক্রিনিং দীপককে ছাড়া এক পাও নড়েন না ক‍্যাট সুন্দরী।


ক‍্যামেরার থেকে নিজেকে আড়াল করে রাখার কাজ হলেও সাজসজ্জায় কোনো রকম আপোস করেন না দীপক। সবসময়ই সাদা শার্ট, কালো ফর্ম‍্যাল প‍্যান্ট ও কালো ব্লেজারে দেখা যায় তাঁকে। ক‍্যাটরিনার পিছু পিছু চতুর্দিকে কড়া নজর রেখে হাঁটেন তিনি। এক ঝলক দেখলে দেহরক্ষী নয়, বরং কোনো মডেল হিসাবে ভুল হতেই পারে।

অবশ‍্য সচেতন ভাবেই এমন ভাবে সাজেন দীপক। সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, “অন‍্যদের থেকে আমাকে আলাদা দেখানো উচিত। ভাল পোশাক পরলে নজর কাড়বেই। ভিভিআইপির সঙ্গে সফর করতে হলে নিজেকে তেমনি ভাবে সাজাতে হবে।”


তবে শুধু ক‍্যাটরিনা নয়, একাধিক বলিউড এবং আন্তর্জাতিক তারকাদের সঙ্গেও কাজ করেছেন দীপক। সলমন খান, মাধুরী দীক্ষিত, দীপিকা পাডুকোন, প‍্যারিস হিলটনের মতো তারকাদের সুরক্ষা নিশ্চিত করেছেন দীপক। তিনি নিজেও কোনো তারকার থেকে কম নন।

তবে প্রথম থেকেই কিন্তু দেহরক্ষী হওয়ার কথা ভাবেননি দীপক। তাঁর বাবা ছিলেন একজন বায়ু সেনা অফিসার। আগ্রায় পড়াশোনা শেষ করে মুম্বইয়ে চলে এসেছিলেন দীপক। স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। কিন্তু কলেজ লেভেল পর্যন্তই পৌঁছাতে পেরেছিলেন। তারপর তাঁর জামাইবাবু অভিনেতা রনিত রায় তাঁকে নিরাপত্তা রক্ষীর চাকরিতে ঢুকিয়ে দেন।


দীপকের প্রথম কাজ ছিল পরিচালক সঞ্জয় লীলা বনশালির ‘ব্ল‍্যাক’ ছবির সেটে দ্বাররক্ষীর কাজ করা। তারপর রানি মুখার্জিকে একটি অ্যাওয়ার্ড শো তে সুরক্ষা দেওয়ার দায়িত্ব পেয়েছিলেন দীপক। সেই শুরু। ক‍্যাটরিনার আগে শাহরুখের দেহরক্ষী হিসাবে কাজ করেছেন তিনি। আইপিল থেকে শুরু করে দেশের বাইরেও বহু অনুষ্ঠানে শাহরুখের সঙ্গ দিয়েছেন তিনি। অভিনেতার ‘ডান হাত’ ছিলেন দীপক। নিজের কাজের ক্ষেত্রে শাহরুখের মতোই হতে চান তিনি।

সম্পর্কিত খবর

X