বড়জন লাস্যময়ী নায়িকা, ছোটটির স্বপ্ন ভারতীয় সেনা, রবি কিষণের দুই কন্যেই রূপে অনন্যা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রবি কিষণ (Ravi Kishan)। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক জগতেরও পরিচিত মুখ তিনি। বেফাঁস মন্তব্যের জন্য অবশ্য আলাদা পরিচয় রয়েছে তাঁর। তবে এই প্রতিবেদন রবি কিষণকে নিয়ে নয়, বরং তাঁর দুই মেয়ে রিভা কিষণ (Riva Kishan) এবং ঈশিতা শুক্লাকে (Ishita Shukla) নিয়ে।

নিজের ছোট বেলার প্রেমিকা প্রীতিকেই নিজের জীবনসঙ্গিনী বানিয়েছেন রবি। ১৯৯৩ সালে বিয়ের পিঁড়িতে বসেন দুজনে। দীর্ঘ ২৮ বছরের দাম্পত্য জীবন তাঁদের। চার সন্তান রয়েছে রবি এবং প্রীতির। রিভা, তনিষ্ক, ঈশিতা এবং একমাত্র ছেলে সক্ষম। চার সন্তানের মধ্যে বড় মেয়ে রিভা বাবার পথ অনুসরণ করে এসেছেন অভিনয় জগতে।

ravi riva

‘সব কুশল মঙ্গল’ ছবির হাত ধরে বলিউড ডেবিউ করেছিলেন রিভা। তবে তার পর থেকে আর তেমন কোনো ছবিতে দেখা যায়নি তাঁকে। অন্যদিকে অভিনেতার ছোট বোন ঈশিতা আবার দিদির সম্পূর্ণ উলটো পথে হেঁটেছেন। না, গ্ল্যামার জগতে আসেননি তিনি। কেন্দ্রীয় সরকারের বিতর্কিত অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে অগ্নিবীর হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

ravi ishita

বাবা কিংবা দিদির মতো অভিনয় জগতে নয়, ইশিতা চাধ ভারতীয় সেনায় যোগ দিয়ে দেশবাসীর প্রতিরক্ষার দায়িত্ব নিতে। এনসিসি ক্যাডেট হিসাবে মেয়ের ছবি শেয়ার করে রবিই জানিয়েছিলেন, ঈশিতা চান একজন ‘অগ্নিবীর’ হতে। বড় মেয়ে রিভার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভর্তি তাঁর বিলাসবহুল জীবনের নানান মুহূর্তের ছবিতে।

riva

অন্যদিকে ঈশিতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে উঁকি দিলে দেখা যাবে একের পর এক শরীরচর্চার ছবি নয়তো এনসিসি ক্যাডেট জীবনের নানান ছবি, ভিডিও। তবে রবির দুই মেয়ে রূপে কিন্তু কম যান না কেউ কারোর থেকে। অভিনয় জগতে পা না রাখলেও দিদির থেকে কম সুন্দরী নন ঈশিতা। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যা দেখলেই বোঝা যায় তাঁর জনপ্রিয়তা।

ishita

X