ইঞ্জিনিয়ারিং পড়ুয়া থেকে দেবের নায়িকা! ‘বাঘাযতীন’এর ‘ইন্দুবালা’ সৃজার পরিচয় জানেন?

বাংলাহান্ট ডেস্ক: সমস্ত জল্পনা কল্পনার অবসান। আগামী ছবি ‘বাঘাযতীন’ (Bagha Jatin) এর নায়িকাকে অবশেষে প্রকাশ্যে নিয়ে আসলেন দেব (Dev)। বেশ কয়েক মাস আগে নায়িকা চাই বলে সোশ্যাল মিডিয়ায় কাস্টিং কলের আয়োজন করেছিলেন তিনি। চেয়েছিলেন একেবারে আনকোরা নতুন মুখ। মনের মতো নায়িকাই পেয়েছেন অভিনেতা প্রযোজক। এবার নতুন নায়িকার পাশাপাশি বাঘাযতীন ছবির প্রথম লুকও প্রকাশ্যে আনলেন দেব।

বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, খালি হাতে বাঘ মেরে যিনি ‘বাঘাযতীন’ নামে পরিচিত হন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাঙালির অবিস্মরণীয় কৃতিত্বের অন্যতম অংশীদার। সেই বিপ্লবীর জীবনগাথা এবার বড়পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন দেব। ছবিতে তাঁর অর্থাৎ বাঘাযতীনের স্ত্রী ইন্দুবালার ভূমিকায় এক নতুন মুখের খোঁজে ছিলেন দেব এবং তাঁর টিম।

sreeja dutta

সেই মতো নতুন মুখের সন্ধান করে একটি পোস্ট করা হয়েছিল প্রযোজনা সংস্থার সোশ‍্যাল মিডিয়া প্রোফাইলে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছিল, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি থেকে ৫ ফুট ৭ ইঞ্চি হতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ‍্যে। পোর্টফোলিও পাঠানোর জন‍্য শেয়ার করা হয়েছিল যাবতীয় তথ‍্য।

বিভিন্ন কলেজেও অডিশনের ব্যবস্থা করা হয়েছিল বলে খবর। তাতেই মেলে সুফল। এক ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেই ভবিষ্যতের নায়িকাকে খুঁজে পেয়েছেন দেব। মেয়েটির নাম সৃজা দত্ত (Sreeja Dutta)। জানা যাচ্ছে, কয়েক হাজার আবেদনের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে সৃজাকে।

sreeja baghajatin

তবে তাঁর সঙ্গে বিনোদন জগতের যে একেবারেই কোনো যোগাযোগ নেই এমনটা কিন্তু নয়। এর আগে একটি বিজ্ঞাপনী মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন সৃজা। ইতিমধ্যেই ইন্দুবালার ভূমিকায় তাঁর প্রথম লুক প্রকাশ্যে এসেছে। সেই সঙ্গে সামনে এসেছে দেবের প্রথম লুকও। পিরিয়ড ড্রামার সঙ্গে সাযুজ্য রেখে সাবেকি সাজেই ধরা দিয়েছেন দুজনে।

প্রসঙ্গত, বাঘা যতীন ছবিতে পরিচালনা করছেন অরুণ রায়। পরিচালক আগে জানিয়েছিলেন গত দেড় বছর ধরে তিনি বাঘা যতীনের চিত্রনাট‍্য লিখছেন। এর থেকে বেশি আর কিছুই বলতে রাজি হননি তিনি। তবে শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি ভিএফএক্সের কাজ বেশি থাকবে। বিশেষ করে বাঘের সঙ্গে বাঘাযতীনের লড়াইটা পর্দায় ফুটিয়ে তুলতে একটা বড় অঙ্কের টাকা খরচ করে উন্নত মানের ভিএফএক্স ব্যবহার করা হচ্ছে বলে খবর।

Niranjana Nag

সম্পর্কিত খবর