বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে মুকেশ আম্বানি (Mukesh Ambani) এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হন। এমতাবস্থায়, এশিয়ার শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় কোনো পাকিস্তানি নেই। যদিও, তার মানে এই নয় যে ভারতের প্রতিবেশী দেশে সফল বিজনেস টাইকুনদের অভাব রয়েছে। পাকিস্তানে বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের সাথে জড়িত বিজনেস টাইকুনদের একটি দীর্ঘ তালিকা রয়েছে। সেই তালিকার শীর্ষে রয়েছেন শাহিদ খান (Shahid Khan)।
শাহিদ খান হলেন সবচেয়ে ধনী পাকিস্তানি। এদিকে, তিনি ভারতের শ্রেষ্ঠ ধনী মুকেশ আম্বানির মতো ব্যবসায়িক বিনিয়োগ, জীবনধারা এবং জনহিতকর কাজের জন্য খবরের শিরোনামে থাকেন। মূলত, শাহিদ খান এবং তাঁর পরিবার খেলাধূলা সম্পর্কিত বিভিন্ন উদ্যোগের সাথে জড়িত। যা তাঁর পরিবারের আয়ের অন্যতম উৎস। ৯৯,৫৯৮ কোটি টাকারও বেশি সম্পদদের মালিক শাহিদ খান ন্যাশনাল ফুটবল লিগের (NFL) টিম Jacksonville Jaguars সহ প্রিমিয়ার লিগের টিম Fulham F.C-র মালিক।
তাঁর ছেলে টনি খানও বিভিন্ন ক্রীড়া উদ্যোগ পরিচালনা করেন। যার মধ্যে অল এলিট রেসলিং (AEW) অন্তর্ভুক্ত রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, শাহিদ খান এবং টনি খান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ সক্রিয় এবং জনপ্রিয়। অন্যদিকে, শাহিদের মেয়ে শান্না খান একজন সমাজসেবী। পাশাপাশি, তিনি লাইমলাইট থেকেও দূরে থাকেন। তবে, শান্না খান পাকিস্তানি হলেও তাঁর জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়েতে।
আরও পড়ুন: বন্ধুকে ২,০০০ টাকা ধার দিতে গিয়ে ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকল ৭৫৩ কোটি, তারপরে যা ঘটল জানলে চমকে উঠবেন
ভাই টনি খানের মতোই শান্নাও ইলিনয় থেকে তাঁর পড়াশোনা শেষ করেন। স্নাতক হওয়ার পর, শান্না একজন কংগ্রেসম্যানের জেলা সহকারী হিসেবে কাজ শুরু করেন বলে জানা যায়। পাশাপাশি, তিনি জাগুয়ার ফাউন্ডেশনের চ্যারিটেবল উদ্যোগ পরিচালনা করেন।
আরও পড়ুন: PF অ্যাকাউন্টের সাত বছর পূর্ণ হলেই মিলবে এই সুবিধা! টাকার জন্য যেতে হবে না ব্যাঙ্কে
জানিয়ে রাখি যে, শান্না খান কংগ্রেসের একজন প্রতিনিধি, সমাজসেবী এবং একজন উদ্যোক্তাও। তিনি ইউনাইটেড মার্কেটিং কোম্পানির সহ-মালিক। যেটি একটি বিশেষ প্যাকেজিং ডিজাইন সংস্থা। রিপোর্ট অনুযায়ী, শান্না খানের ২০ মিলিয়ন ডলারেরও বেশি সম্পদ রয়েছে।
এছাড়াও, রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, শান্না খান এবং তাঁর পরিবার গত বছর ইউনিভার্সিটি অফ ইলিনয় ভেটেরিনারি টিচিং হাসপাতালে ১২৩ কোটি টাকা দান করেছিলেন। মূলত, বিশ্ববিদ্যালয়ের ইন্টিগ্রেটেড অনকোলজি প্রোগ্রামকে উৎসাহ প্রদানের লক্ষ্যে এই অর্থ প্ৰদান করা হয়। শান্না খান জাস্টিন ম্যাককেবকে বিবাহ করেছেন। যিনি উলফ পয়েন্ট অ্যাডভাইজারের ম্যানেজিং ডিরেক্টর।