বাংলা হান্ট ডেস্ক: ভারত (India) এবং সমগ্র বিশ্বের ধনী ব্যক্তি কারা এই বিষয়গুলি সম্পর্কে প্রায় সকলেই জানেন। বর্তমান সময়ে বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন বার্নার্ড আর্নল্ট (Bernard Arnault)। অন্যদিকে, ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। কিন্তু, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি বিষয় উপস্থাপিত করব যেটি অনেকেরই অজানা।
মূলত, আজ আমরা দেশের সবথেকে ধনী IAS-এর সাথে আপনাদের পরিচয় করাবো। যিনি কয়েক কোটি টাকার মালিক। তবে, সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল তিনি বেতন হিসেবে নেন মাত্র ১ টাকা। তিনি হলেন অমিত কাটারিয়া। এমতাবস্থায়, চলুন জেনে নিই এই আমলার মোট সম্পদের পরিমাণ ঠিক কত?
সবচেয়ে ধনী IAS: অমিত কাটারিয়া ভারতের অন্যতম ধনী আমলা হিসেবে বিবেচিত হন। তিনি বেতন হিসেবে মাত্র ১ টাকা নেওয়ার জন্যও অত্যন্ত বিখ্যাত। জানিয়ে রাখি যে, তাঁর পরিবার গুরগাঁওয়ে কনস্ট্রাকশন কোম্পানির মালিক। এছাড়াও, তাঁর স্ত্রী একজন পেশাদার পাইলট। যিনি ভালো অর্থ উপার্জন করেন।
এমতাবস্থায়, জীবন অতিবাহিত করার জন্য তাঁর যথেষ্ট সম্পদ রয়েছে। এদিকে, তাঁকে তাঁর বেতন সম্পর্কে প্রশ্ন করা হলে অমিত জানান যে, তিনি আয় করার জন্য নয়, বরং, সিস্টেমে পরিবর্তন আনতে IAS-এ যোগ দিয়েছিলেন। তিনি সেইসব সৎ অধিকারিকদের মধ্যে একজন যারা এখনও নিষ্ঠার সাথে দেশের সেবা করে যাচ্ছেন।
আরও পড়ুন: হার মানবে সিনেমাও! ১২ লক্ষের লোন মেটাতে কিডনি বিক্রি করলেন যুবক
সম্পত্তির পরিমাণ: এবারে আসি অমিত কাটারিয়ার মোট সম্পদের প্রসঙ্গে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ২০২৩ সালের জুলাই মাস পর্যন্ত কাটারিয়ার মোট ৮.৮০ কোটি টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে তাঁর বার্ষিক আয় ২৪ লক্ষ টাকা। উল্লেখ্য যে, TA, DA এবং HRA-র মতো ভাতাগুলি বাদ দিয়ে IAS অফিসাররা প্রতি মাসে ৫৬,১০০ টাকার প্রারম্ভিক বেতন পান।
আরও পড়ুন: এবার শেষ হবে চিনের ঔদ্ধত্য! ড্রাগনকে হারাতে দুর্ধর্ষ পরিকল্পনা ভারতের
এদিকে, একজন ক্যাবিনেট সচিবের জন্য, এই বেতনের পরিমাণ প্রতি মাসে ২,৫০,০০০ টাকা পর্যন্ত পৌঁছতে পারে। যা একজন IAS অফিসারের জন্য সর্বোচ্চ পদ। পাশাপাশি, IAS অফিসাররা গ্রেড পে নামক অতিরিক্ত অর্থ পান। যেটি তাঁদের পদের ওপর নির্ভর করে পরিবর্তিত হয়।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার