৪০ মিনিট বেশি সময় ধরে চলল পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক! কী কী বিষয় নিয়ে আলোচনা হল? জানুন বিস্তারিত

বাংলাহান্ট ডেস্ক : পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক আজ। উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নবান্নর (Nabanna) সভাঘরে একই মঞ্চে মুখোমুখি শাহ-মমতা। তুঙ্গে রয়েছে দু’জনের একান্ত সাক্ষাত্‍ নিয়ে জল্পনাও। গতরাতে রাজ্যে পা দিয়ে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। পঞ্চায়েত ভোটের আগে দলের সংগঠনকে মজবুত করে একযোগে কাজ করার বার্তা দিলেন তিনি।

আজকের বৈঠকে উপস্থিত বিজয় চৌধুরী, বিহারের অর্থমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যসচিব সুখদেব সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, বিহারের মুখ্যসচিব আমির শেখবানী-সহ প্রমুখ ব্যক্তিরা। ইতিমধ্যেই আইসিএস-এর সেক্রোরিয়েটের সেক্রেটারি, বিএসএফের ডিজি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা সেরেছেন। বৈঠকে অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও থাকবেন হেমন্ত সোরেন ও তেজস্বী যাদব। কথা হবে ৪ রাজ্যের নিরাপত্তা বিষয়ক পারস্পরিক সম্পর্ক ও সমস্যা নিয়ে।

সকাল সাড়ে দশটা নাগাদ কলকাতায় এসে পৌঁছন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর সঙ্গে রয়েছেন ঝাড়খণ্ডের ডিজিপি হোম সেক্রেটারি চিপ সেক্রেটারি সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। বৈঠকের শুরুতে অমিত শাহ বলেন, ‘বিএসএফ-কে সহযোগিতা করুন’। বেলা ১টায় মিটিং শেষ হওয়ার কথা থাকলেও, এখনও পুরোদমে চলছে বৈঠক।জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে বৈঠক হতে পারে হেমন্ত সোরেন এবং তেজস্বী যাদবের।

জানা যাচ্ছে, এক দেশ, এক পুলিস,  এই ভাবনায় নতুন বিল আনতে চলেছে কেন্দ্র। তা নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে। কেন্দ্র রাজ্য টানাপোড়েনের মাঝেই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। এদিন সভাঘরে পাশাপাশি বসে বৈঠক করলেন মমতা-অমিত। অপরদিকে, বৈঠকে আসেন নি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তাঁর বদলে ওড়িশার দুই মন্ত্রী উপস্থিত রয়েছেন এই আলোচনা সভায়।

Sudipto

সম্পর্কিত খবর