বাংলাহান্ট ডেস্ক : সাম্প্রতিক অতীতে পরিবর্তনের বাংলাদেশে ‘ভারতবিদ্বেষ’ যেন রেওয়াজে পরিণত করে ফেলেছে অন্তর্বর্তীকালীন সরকার। সীমান্তসহ একাধিক ইস্যু নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মুখে শোনা গিয়েছে ভারত বিরোধী মন্তব্য। তবে বিমসটেক শীর্ষ সম্মেলনের কথা মাথায় রেখে কিছুটা হলেও সুর নরম করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। দীর্ঘ টালবাহানার পর অবশেষে আজ ব্যাঙ্ককে মুখোমুখি বৈঠকে বসলেন মোদি ও ইউনূস (Narendra Modi-Mohammad Yunus)।
মোদি-ইউনূস (Narendra Modi-Mohammad Yunus) বৈঠক বৃত্তান্ত
মহম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দুই রাষ্ট্রনেতার বৈঠক ফলপ্রসূ হয়েছে। বৈঠকে পারস্পারিক স্বার্থ সংক্রান্ত ইস্যু নিয়ে আলোচনা করেছেন মোদি ও ইউনূস (Narendra Modi-Mohammad Yunus)। এমনকি বৈঠকে শেখ হাসিনার প্রসঙ্গ উত্থাপিত হয়েছে বলে দাবি করেন শফিকুল। আজকের বৈঠক নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতি সমর্থনের কথা বলেছেন আজ।
আরও পড়ুন : একধাক্কায় ২৫,৭৫২! বিশ্বের বৃহৎ চাকরিহারার তালিকায় বাংলা? ছাপিয়ে যাচ্ছে গুগল-ফেসবুককেও
সূত্রের খবর, সীমান্তে অনুপ্রবেশ আটকানো নিয়ে কথা হয়েছে দুজনের। বৈঠকে মোদি (Narendra Modi) বলেছেন, এমন কিছু যেন না হয় যাতে সীমান্ত এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এমনকি ইউনূসের সাথে বৈঠকে মোদি বাংলাদেশি সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জানান বলে সূত্রের খবর। ইতিমধ্যেই, ভারতের প্রধানমন্ত্রীর তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। সেই ফেসবুক পোস্টেও মোদি বৈঠকে আলোচিত বিষয়গুলো তুলে ধরেন।
সেই পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি।’ প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে চিন সফরে গিয়ে ভারতের উত্তর-পূর্ব অঞ্চল নিয়ে উস্কানিমূলক বক্তব্য রাখেন মহম্মদ ইউনূস। বাংলাদেশের (Bangladesh) প্রধান উপদেষ্টার এহেন বক্তব্য মোটেও ভালোভাবে নেয়নি ভারত (India)। এরই মধ্যে গতকাল ব্যাঙ্ককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের নৈশভোজে পাশাপাশি আসনে বসেন মোদি (Narendra Modi) ও ইউনূস (Mohammad Yunus)।
আরও পড়ুন : জটা, দাঁড়ি কেটে নেয় দুষ্কৃতীরা! পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হিন্দু ধর্মগুরু
একাধিক সূত্র দাবি করতে শুরু করেছিল, ব্যাঙ্ককে শুক্রবার মুখোমুখি বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূস। আজ ব্যাঙ্ককে অবশেষে সম্পন্ন হল মোদি-ইউনূস বৈঠক। সূত্রের খবর, এই বৈঠকে ইউনূসকে অত্যন্ত মিষ্টি ভাষায় বেশ কড়া কথা শুনিয়েছেন মোদি। বাংলাদেশের মাটিতে ভারতবিদ্বেষী কার্যকলাপ ও সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় যে ভারত বিচলিত সে কথাও স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী।
মোদি ও ইউনূসের (Narendra Modi-Mohammad Yunus) বৈঠকে আজ উত্থাপিত হয়েছিল শেখ হাসিনা প্রসঙ্গও। এই বিষয়ে বলতে গিয়ে ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম আজ বলেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা হয়েছে প্রধান উপদেষ্টার। এছাড়া তিস্তা এবং গঙ্গা নিয়ে কথা হয়েছে দুই নেতার। আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে।’