বাংলা হান্ট ডেস্কঃ অযোধ্যা মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায়দানের আগে কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভির আবাসে গুরুত্বপূর্ণ বৈঠক হল আজ। মুসলিম ধর্মগুরু আর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের নেতারাও এই বৈঠকে অংশ নিয়েছিলেন। এই বৈঠকে বিজেপির নেতা শাহনাওয়াজ হুসেইন আর সিনেমা নির্মাতা মুজফর আলীও উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভির আবাসে হওয়া এই বৈঠকের পর শিয়া ধর্মগুরু মৌলানা সৈয়দ কল্বে জাভেদ বলে, সুপ্রিম কোর্ট যেই সিদ্ধান্তই নিক না কেন, আমাদের উচিত ওই সিদ্ধান্তকে সন্মান জানানো। আমরা সবার কাছে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাব। অখিল ভারতীয় সুফি সাজ্জাদনশি পরিষদের সভাপতি সৈয়দ নাসিরুদ্দিন চিশতী বলেন, সবাই এই কথায় সহমত ছিল যে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে সবাই স্বাগত জানাবে। আমি সব দরগাহকে নির্দেশ দিয়ে জানিয়ে দেব যে, তাঁরা যেন শান্তি বজায় রাখে, আর গুজবে কান না দেয়।
Delhi: Bharatiya Janata Party (BJP) leader Shahnawaz Hussain and filmmaker Muzaffar Ali also present at the meeting. https://t.co/26k1IdkPkY
— ANI (@ANI) November 5, 2019
অযোধ্যায় রাম জন্মভূমি বিবাদ নিয়ে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত জানাবে আর কয়েকদিনের মধ্যেই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ১৭ নভেম্বর অবসর নেবেন, তাই আগামী সাত দিনের মধ্যেই এই মামলায় রায় আসতে পারে। আরেকদিকে, কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত নিয়ে আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রায় চার হাজার পুলিশ কর্মী অযোধ্যায় পাঠিয়ে দিয়েছে। এই পুলিশ দল আগামী ১৮ই নভেম্বর পর্যন্ত সেখানে মোতায়েন থাকবে। আপানদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গত সোমবার এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়।
Syed Naseruddin Chishty, Chairman All India Sufi Sajjadanashin Council: Everyone was of the unanimous view that people of all religions should respect the SC judgement. We will give guidelines to all dargahs to appeal to people not to believe rumours and fake news. pic.twitter.com/anEnLgCflI
— ANI (@ANI) November 5, 2019
ওই সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অযোধ্যায় তৎকাল প্যারা মিলাটারি ফোর্স মোতায়েন করার জন্য মঞ্জুরি দিয়ে দিয়েছে। মন্ত্রালয়ের আদেশ অনুযায়ী, প্যারা মিলিটারি ফোর্স এর ১৫ কোম্পানি ছাড়াও বিএসএফ, আরএএফ, সিআইএসএফ, আইটিবিপি আর এসএসবি এর তিনটি করে কোম্পানি অযোধ্যায় পাঠানো হবে।